কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। কিন্তু দাঁতেরও সমান ভাবে যত্ন নিতে হয়। নইলে সেখান থেকে আসতে পারে হাজারো সমস্যা। দাঁতের যন্ত্রণা যে কতটা কষ্টকর হয় তা একমাত্র যিনি ভুগেছেন তিনিই জানেন। এছাড়াও মুখ থেকে দুর্গন্ধ কিন্তু অন্যান্য জটিল রোগের লক্ষণ। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত ভাবে দাঁত ব্রাশ করাও জরুরি। খারাপ খাদ্যাভ্যাস এবং খারাপ জীবনযাত্রা ডেকে আনে দাঁতের যন্ত্রণা। মুখ থেকে দুর্গন্ধ, দাঁতে হলুদ ছাপ পড়া কিন্তু লিভারের রোগেরও লক্ষণ। নিয়মিত দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, মাড়িতে সংক্রমণ কিংবা দাঁত থেকে রক্ত পড়লে কিন্তু ফেলে রাখবেন না। যতটা দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যান। নইলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। দাঁতের সুরক্ষার জন্য সব সময় যে দামি মাজন, মাউথ ফ্রেশনার ব্যবহার করতে হবে এমন নয়। রান্নাঘরে থাকা সামান্য এই সব উপকরণই কাজে লাগান দাঁত পরিচর্যায়।
দাঁত রোজ ভালভাবে না মাজলে দাঁড়ের গোড়ায় ময়লা জমে থাকে। আর সেখান থেকে হতে পারে ইনফেকশন। এছাড়াও জলে আয়রন বেশি থাকলে তার কারণেও কিন্তু দাঁত হলুদ হয়ে যায়। স্কেলিং করে এই হলুদ ভাব তুলতে পারেন। কিন্তু তাতে প্রায় পাঁচ হাজার টাকার বেশি খরচ পড়ে যায়। এক্ষেত্রে কাজে লাগাতে পারেন রান্নাঘরে থাকা তেঁতুলকে। সপ্তাহে দুদিন তেঁতুলের পাল্প দিয়ে দাঁত ঘষলে দাঁত হবে চকচকে।
সবথেকে ভাল যদি বেকিং সোডা আর নুন ব্যবহার করতে পারেন। বেকিং সোডার মধ্যে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। একচামচ বেকিং সোডা আর এক চিমটে নুন মিশিয়ে রোজ একবার দাঁত মাজুন। তবে একবারের বেশি দুবার মাজবেন না। এতে ৭ দিনেই যেমন ঝকঝকে দাঁত পাবেন তেমনই দূর হবে হলদেটে ভাব। তবে বেকিং সোডা বেশি দিলে দাঁতের অ্যানামেল ক্ষয়ে যেতে পারে।
দাঁতের হলুদ ভাব দূর করতে উপকারী তিলের বীজ। তিলের বীজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। একচামচ সাদা তিব পিষে নিয়ে তাই পেস্টের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে দাঁত থাকবে ভাল। সপ্তাহে দুবার এভাবে তিলের গুঁড়ো দিয়ে ব্রাশ করুন।
টমেটো এবং স্ট্রবেরি দাঁতের হলদেটে ভাব দূর করতে খুব ভাল কাজ করে। টমেটোর মধ্যে আছে ভিটামিন। টমেটো স্লাইস করে কেটে নিয়ে ভাল করে দাঁতে ঘষতে থাকুন। ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেও কিন্তু ভাল কাজ হবে।
দাঁতের সজন্য সবচাইতে ভাল হল লবঙ্গ। যুগের পর যুগ ধরে আর্য়ুবেদ চিকিৎসায় ব্যবহার করা হয় এই লবঙ্গ। মুখের দুর্গন্ধ কমাতে লবঙ্গ চিবিয়ে খান। এছাড়াও লবঙ্গ পিষে নিয়ে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে নিন। এতে দাঁত ভাল থাকবে, দূর হবে সংক্রমণও।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।