Ghee For Health: সকালবেলা খালিপেটে গরম জলে এক চামচ মিশিয়ে খেলেই দূরে থাকবে এই ৪ রোগ
Benefits Of Ghee: প্রাচীন কাল থেকে সুস্থ থাকতে ঘি খাওয়া চল রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রেও এই ঘি-এর প্রভূত ব্যবহার রয়েছে। গরম ভাতে ঘি মেখে খেতে দারুণ লাগে। আগেকার দিনে তেল, ডালডার এত ব্যবহার ছিল না। যাবতীয় খাবার ঘি থেকেই প্রস্তুত করা হয়, এতে স্বাদও অনেক ভাল হয়
Most Read Stories