Aspiration Pneumonia: অ্যাসপিরিশন নিউমোনিয়া কী? তরুণ মজুমদারের মত হতে পারে আপনারও, জেনে নিন উপসর্গগুলি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 22, 2022 | 6:49 PM

Symptoms of Aspiration Pneumonia: ভাল নেই বাংলা সিনেমা জগতের বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। চিকিত্‍সকরা জানিয়েছেন, তরুণবাবু “এসপিরেশন নিউমোনিয়া”তে আক্রান্ত। যখন খাদ্যনালী থেকে খাবার জলের অংশ কোনও ভাবে শ্বাসনালীতে পৌঁছে তা ফুসফুসে ঢুকে পড়ে, সংক্রমণ ছড়ায় তখন তাকে এস্পিরেশন নিউমোনিয়া বলে। তরুণ মজুমদারের ফুসফুসে সেই সংক্রমণ সমস্যা তৈরি করেছে।

1 / 7
অ্যাসপিরেশন নিউমোনিয়া হল পালমোনারি অ্যাসপিরেশনের একটি জটিল অসুখ।পালমোনারি অ্যাসপিরেশন হল, যখন আপনি কোনও খাবার শ্বাসনালী থেকে ফুসফুস প্রবেশ করে বা পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিড, মুখের লালা আটকে যায়, এবং সেই আটকে যাওয়া খাবারে বা লালায় প্রচুর পরিমাণে ব্যকটেরিয়া থাকে।

অ্যাসপিরেশন নিউমোনিয়া হল পালমোনারি অ্যাসপিরেশনের একটি জটিল অসুখ।পালমোনারি অ্যাসপিরেশন হল, যখন আপনি কোনও খাবার শ্বাসনালী থেকে ফুসফুস প্রবেশ করে বা পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিড, মুখের লালা আটকে যায়, এবং সেই আটকে যাওয়া খাবারে বা লালায় প্রচুর পরিমাণে ব্যকটেরিয়া থাকে।

2 / 7
সেই ব্যাকটেরিয়ার প্রভাব ফুসফুসে গিয়ে পড়ে। স্বাস্থ্যকর ফুসফুস সেই বাধা কাটিয়ে উঠতে পারে, কিন্তু ফুসফুস তা থেকে গেলে নিউমোনিয়ার মত গুরুতর কোনও পরিস্থিতি হয়ে দাঁড়ায়।

সেই ব্যাকটেরিয়ার প্রভাব ফুসফুসে গিয়ে পড়ে। স্বাস্থ্যকর ফুসফুস সেই বাধা কাটিয়ে উঠতে পারে, কিন্তু ফুসফুস তা থেকে গেলে নিউমোনিয়ার মত গুরুতর কোনও পরিস্থিতি হয়ে দাঁড়ায়।

3 / 7
লক্ষণ- খাবার খাওয়ার পরে মুখগহ্বরের স্বাস্থ্যবিধি ও গলা পরিস্কাপ বা কফ-যুক্ত কাশির লক্ষণ দেখা যায়। এছাড়া বুকে ব্য়থা, নিঃশ্বাসের দুর্বলতা, শ্বাসকষ্ট, ক্লান্তি, ত্বকের উপর কালো ছোপ, কাশি, গিলতে অসুবিধা হওয়া, মুখে দুর্গন্ধের মত লক্ষণগুলি দেখা যায়।

লক্ষণ- খাবার খাওয়ার পরে মুখগহ্বরের স্বাস্থ্যবিধি ও গলা পরিস্কাপ বা কফ-যুক্ত কাশির লক্ষণ দেখা যায়। এছাড়া বুকে ব্য়থা, নিঃশ্বাসের দুর্বলতা, শ্বাসকষ্ট, ক্লান্তি, ত্বকের উপর কালো ছোপ, কাশি, গিলতে অসুবিধা হওয়া, মুখে দুর্গন্ধের মত লক্ষণগুলি দেখা যায়।

4 / 7
বিশেষ করে ২ বছরের কম বয়সি বা ৬৫ বছরের বেশি বয়স্কদের দ্রুত চিকিত্‍সার প্রয়োজন হয়।এই লক্ষণগুলি বুঝলে দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব।

বিশেষ করে ২ বছরের কম বয়সি বা ৬৫ বছরের বেশি বয়স্কদের দ্রুত চিকিত্‍সার প্রয়োজন হয়।এই লক্ষণগুলি বুঝলে দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব।

5 / 7
ঘন কফের সঙ্গে যদি কোনওরঙিন পদার্থ কাশির সঙ্গে বেরিয়ে আসে ও ১০২ ফারেনহাইটের মত জ্বর থাকে তাহলে দ্রুত চিকিত্‍সকের কাছে নিয়ে যাওয়া ভাল।

ঘন কফের সঙ্গে যদি কোনওরঙিন পদার্থ কাশির সঙ্গে বেরিয়ে আসে ও ১০২ ফারেনহাইটের মত জ্বর থাকে তাহলে দ্রুত চিকিত্‍সকের কাছে নিয়ে যাওয়া ভাল।

6 / 7
খাবার বা পানীয় খাওয়ার সময় ভুল করে খাদ্য নালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই কাশি, গ্যাস রিফ্লেক্স হতে থাকে। যাঁরা দুর্বল, তাঁদের ক্ষেত্রে ওই অবস্থা সামাল দেওয়া গুরুতর হয়ে ওঠে।

খাবার বা পানীয় খাওয়ার সময় ভুল করে খাদ্য নালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই কাশি, গ্যাস রিফ্লেক্স হতে থাকে। যাঁরা দুর্বল, তাঁদের ক্ষেত্রে ওই অবস্থা সামাল দেওয়া গুরুতর হয়ে ওঠে।

7 / 7
যাঁরা প্রতিবন্ধী, ফুসফুসের রোগে আক্রান্ত, খিঁচুনি বা স্ট্রোকের প্রবণতা রয়েছে, দাঁতের সমস্যা, ডিমেনশিয়া, গিলতে অসুবিধা, প্রতিবন্ধী মানসিক অবস্থা, স্নায়বিক রোগ, অন্বলের ধাত যাদের রয়েছে, তাদের এই ধরনের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি।

যাঁরা প্রতিবন্ধী, ফুসফুসের রোগে আক্রান্ত, খিঁচুনি বা স্ট্রোকের প্রবণতা রয়েছে, দাঁতের সমস্যা, ডিমেনশিয়া, গিলতে অসুবিধা, প্রতিবন্ধী মানসিক অবস্থা, স্নায়বিক রোগ, অন্বলের ধাত যাদের রয়েছে, তাদের এই ধরনের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি।

Next Photo Gallery