Cloves For Men: বিয়ে করেছেন? রোজ রাতে লবঙ্গ খেলেই এই সব উপকার পাবেন ছেলেরা
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jun 04, 2023 | 8:26 PM
Men Health Tips: ডায়াবেটিস রুখে দিতে খুব ভাল কাজ করে লবঙ্গ। রোজ একটু করে খেলেই উপকার পাবেন। লবঙ্গের মধ্যে থাকে অ্যান্টিহাইপারগ্লাইমেসিম বৈশিষ্ট্য, থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা খুবই কাজে লাগে
1 / 8
মশলা হিসেবে লবঙ্গর ভূমিকা অপরিসীম। ব্যথা-বেদনা দূর করতে খুবই ভাল। মুখশুদ্ধি হিসেবেও কাজে লাগে লবঙ্গ।
2 / 8
সর্দি-কাশি গলাব্যথা কিংবা দাঁতের ব্যথাতেও লবঙ্গ চিবিয়ে খেতে বলা হয়। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে ভূমিকা রয়েছে লবঙ্গের।
3 / 8
ভারতীয় রান্নাঘরেও সবচেয়ে বেশি যে মশলা ব্যবহার করা হয় তা হল লবঙ্গ। লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য।
4 / 8
এছাড়াও লবঙ্গ অ্যান্টিকার্সিনোজেনিক হিসেবেও কাজ করে। লবঙ্গ সব বয়সের সব মানুষের জন্যই ভাল। তবে পুরুষদের ক্ষেত্রে তা বিশেষ উপকারী।
5 / 8
লবঙ্গ পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে কাজে আসে। আজকাল খারাপ জীবনযাত্রা, ধূমপান, খারাপ খাদ্যাভ্যাস, মদ্যপানের কারণ ছেলেদের স্বাস্থ্যের উপরেও পড়ছে।
6 / 8
এর কারণেই কমছে শুক্রাণুর সংখ্যা। লবঙ্গ অ্যান্টিন অক্সিডেন্টে পূর্ণ। প্রজনন ক্ষমতা বাড়াতে এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে ও তার গুণগত মান উন্নত করতে লবঙ্গের প্রয়োজন আছে।.
7 / 8
ছেলেদের মধ্যে হাই ব্লাডপ্রেশারের সম্ভাবনা বেশি থাকে। আর তাই নিয়মিত ভাবে লবঙ্গ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
8 / 8
নিয়মিত লবঙ্গ খেলে কোলেস্টেরলও থাকে নিয়ন্ত্রণে। গবেষণায় দেখা গিয়েছে হৃদরোগ ঠেকাতেও ভীষণ ভাবে সাহায্য করে লবঙ্গ। রোজ নিয়ম করে খেলে কাজ হবেই।