এবার নতুন ‘আধার কার্ড’ নিয়ে এল সরকার। সকল দেশবাসীকে নিজের নতুন ‘আধার কার্ড’ করাতে হবে? কিন্তু কী এই নতুন ‘আধার কার্ড’? কেন তা সকলকেই করাতে হবে?
নতুন এই আধার কার্ড আসলে স্বাস্থ্য পরিষেবার একটা বড় অংশ হতে চলেছে। এটি আসলে ‘আভা আইডি’ বা আয়ুষমান ভারত হেলথ অ্যাকাউন্ট(ABHA ID Ayushman Bharat Health Account)। সহজ কথায় বললে আভা আইডি আসলে প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য আধার। সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে এবং প্রত্যেক ব্যক্তির একটি ইউনিক আভা আইডি থাকবে। আভা অ্যাকাউন্টে সেই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এক বেসরকারি বিমা সংস্থার কর্তা পার্থনীল ঘোষ টিভি৯ বাংলা ডিজিটালের ডেপুটি এক্সজিকিউটিভ এডিটর নির্ণয় ভট্টাচার্য্যকে বলেন, “এরপরে সকলকে এই আভা আইডি করাতে হবে। এমনকি ডাক্তারের কাছে গিয়েও নিজের আভা আইডি দিয়ে তবেই তাঁর পরামর্শ নিতে পারবেন।”
কেন এই আভা আইডি করা?
প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার তথ্যের রেকর্ড তৈরি করার জন্যই এই পদক্ষেপ। আভা নম্বর দিয়ে সার্চ করলেই সেই ব্যক্তির যাবতীয় মেডিকেল রেকর্ড, কবে কোন ল্যাবে কী টেস্ট হয়েছে তার রিপোর্ট, কী কী রোগ আছে সব জানা যাবে। অর্থাৎ রোগীর সম্পূর্ণ ‘কেস হিসট্রি’ পাওয়া যাবে।
ABHA হল ‘আয়ুষ্মান ভারত-প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনার’ (AB-PMJAY) অধীন ন্যাশানাল হেলথ অথরিটির একটি উদ্যোগ। আর্থিক ভাবে দুর্বল মানুষরাও স্বাস্থ্যসেবার পরিষেবা যাতে সমান ভাবে পেতে পারে তাই জন্যই আরও এই উদ্যোগ। ABHA অ্যাকাউন্টের মাধ্যমে, প্রত্যেকের মেডিকেল রেকর্ড ডিজিটালি ভাবে সংরক্ষির থাকবে। আভা আইডির মাধ্যমে সেগুলি অ্যাকসেসও করা সম্ভব।
কী ভাবে তৈরি করতে হবে আভা আইডি?
ABHA ID হল একটি ১৪ সংখ্যার ইউনিক নম্বর যা আপনার আধার কার্ড বা মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকবে। এটি ডিজিটালি একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের মেডিকেল রেকর্ড পাওয়া যাবে। ফলে কেউ যদি হঠাৎ করে বাইরে কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাহলেও তাঁর চিকিৎসা করতে কোনও অসুবিধা হবে না।
কী ভাবে আভা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে?
১। ABHA ওয়েবসাইটে গিয়ে এবং ‘Create ABHA number’ সিলেক্ট করুন৷
২। আপনার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কী প্রমাণ হিসাবে দিতে চান তা সিলেক্ট করে ‘Next’ ক্লিক করুন।
৩। নির্বাচিত আইডি নম্বর লিখুন এবং ডিকলারেশন ভাল করে পড়ে নিন।
৪। শর্তাবলী সম্মত করুন, একটি OTP পাবেন সেটি দিয়ে ‘Submit’ করুন।
৫। সঠিক বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করে জমা দিন। আপনার ABHA আইডি ডাউনলোড করে নিন।
কী লাভ হবে এই আভা আইডি কার্যকর হলে?
১। আপনি ডিজিটালি আপনার স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে পারবেন।
২। বিমা সংস্থা এবং জনস্বাস্থ্য কর্মসূচি, স্বাস্থ্যসেবা প্রকল্পগুলির সঙ্গে এই অ্যাকাউন্ট যুক্ত থাকবে।
৩। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শেয়ার করার জন্য আভা আইডির মাধ্যমে পাবলিক হেলথ রেকর্ড(PHR) অ্যাপ্লিকেশন ABDM ABHA অ্যাপ ব্যবহার করতে পারবেন।
৪। এই অ্যাকাউন্ট সব আয়ুষ ট্রিটমেন্ট সেন্টার, আয়ুর্বেদ, যোগা, উনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি সেন্টার গুলিতেও ভ্যালিড।
৫। এটি আপনাকে স্বাস্থ্যসেবা পরিষেবার জন্য একটি অনন্য পরিচয় প্রদান করে।
কত দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন?
পার্থনীলবাবু জানান, এখন আভা আইডি পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছে। যে কেউ চাইলেই নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে আভা আইডিতে নিজের রেজিস্ট্রেশন করাতে পারবেন। তবে বাধ্যতামূলক কোনও নির্দেশিকা সরকারের তরফে এখনই দেওয়া হয়নি। পাইলট প্রজেক্টটি দেখে নিয়েই এই নতুন নিয়ম কার্যকর করা হবে। তবে এখনই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়।