Blindness: ভারতে কমবয়সিদের মধ্যে বাড়ছে দৃষ্টিশক্তি হারানোর সংখ্যা! যে পরিসংখ্যানে আঁতকে উঠবেন…
Eye Health Concern: মোবাইল ফোন নেশার মতো। এটিকে আর শুধু ফোন বলাও অর্ধসত্য। ফোন এখন সর্বক্ষণের সঙ্গী। প্রয়োজন, সময় কাটানোই হোক, স্ক্রিনটাইম বাড়ার ফলে চোখেও এর প্রভাব পড়ে। এ ছাড়াও নানা কারণ থাকে।

চোখ। পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার। যে ভাবেই বলা যাক। শরীরের এই অংশের গুরুত্ব কতটা, সেটা আর বলে বোঝানোর প্রয়োজন নেই। চোখ যেমন ব্যক্তিত্বেরও ছাপ ফেলে। চোখের কারণেই সৌন্দর্যকে উপভোগ করা। কিন্তু সেই চোখ নিয়েই বিপদ সংকেত। ভারতে কমবয়সিদের মধ্যে বাড়ছে দৃষ্টিশক্তি হারানোর প্রবণতা! এই তথ্য চমকে দেওয়ার মতোই।
স্ক্রিনটাইম। অনেকের কাছেই পরিচিত শব্দ। মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন। দৈনন্দিন জীবনে সকলেই ব্য়বহার করে থাকেন। এর মধ্যে বলা ভালো, মোবাইল ফোন নেশার মতো। এটিকে আর শুধু ফোন বলাও অর্ধসত্য। ফোন এখন সর্বক্ষণের সঙ্গী। প্রয়োজন, সময় কাটানোই হোক, স্ক্রিনটাইম বাড়ার ফলে চোখেও এর প্রভাব পড়ে। এ ছাড়াও নানা কারণ থাকে।
সম্প্রতি দিল্লিতে ISCKRS-এর সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞরা এই তথ্য তুলে ধরেছেন। পাশাপাশি সর্তবার্তাও দিয়েছেন। ভারতে কর্নিয়া ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে দৃষ্টিশক্তি হারাচ্ছে ভারতের যুবসমাজ। একটা সময় বয়স্কদের মধ্যেই মূলত এই সমস্যা দেখা যেত। কিন্তু এখন ৩০ বছরের কম বয়সিদের মধ্যেও এই সমস্যা বলে সতর্ক করেন চিকিৎসকরা।
এই সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রাজেশ সিনহা জানান, প্রতিবছর ২০ থেকে ২৫ হাজারের মধ্যে নতুন করে এই সমস্যা দেখা যাচ্ছে। যা খুবই চিন্তার বিষয়। কমবয়সিদের মধ্যে এই সমস্যা সতর্ক হওয়ার মতোই।
কর্নিয়ার জন্য দৃষ্টিশক্তি হারানোর বিষয়ে নানা কারণ থাকতে পারে। কর্নিয়ায় চোট, সংক্রমণ বা কোনও উপাদানের কারণে ক্ষতিগ্রস্থ হতে পারে। বিশেষ করে গ্রামে যাঁরা কৃষিকাজের সঙ্গে যুক্ত, কিংবা কারখানায় কাজ করা অনেক কমবয়সিদের কর্নিয়ায় চোট লাগার তথ্য সামনে এসেছে। অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজেদের মতো হয় বিষয়টি এড়িয়ে যান কিংবা ঘরোয়া কোনও উপায়ে সেরে ওঠার পথ খোঁজেন। আর এতেই সমস্যা বাড়ে। ধীরে ধীরে কর্নিয়া খারাপ হতে শুরু করে এবং একটা সময় দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।
