COVID Alert: অতিমারি এখনও শেষ হয়নি! ভোল বদলে ফের চাঙ্গা কোভিড, সতর্কবার্তা হু প্রধানের

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 01, 2022 | 5:01 PM

Covid-19 Pandemic: দেশজুড়ে লাগামছাড়া সংক্রমণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের প্রতিটি রাজ্যকেই চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার একদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ হাজারের কাছাকাছি।

COVID Alert: অতিমারি এখনও শেষ হয়নি! ভোল বদলে ফের চাঙ্গা কোভিড, সতর্কবার্তা হু প্রধানের
প্রতীকী ছবি

Follow Us

দেশে ফের হু হু করে বাড়ছে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা। শুধু দেশেই নয়, প্রায় ১১০টি দেশে বর্তমানে প্রতিদিনের কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন ও সতর্কবার্তা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হুয়ের মতে, ভাইরাস এখনও যদি হালকাভাবে নেওয়া হয়, তাহলে সম্মুখ বিপদ। তাই নতুন করে ফের সতর্কতা জারি করল হু। সাংবাদিক বৈঠকে হুয়ের প্রধান জানিয়েছেন, ‘কোভিড ১৯ মহামারী পরিবর্তন হচ্ছে, কিন্তু শেষ হয়ে যায়নি।’ গ্লোবাল হেলথ বডিও সতর্কের সুরে জানিয়েছে, ‘কোভিডে আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে,তার প্রধান কারণ হল দুটি অত্যন্ত ভাইরাল ওমিক্রম সাব-ভেরিয়েন্টের কারণে।’

কোন ২টি ভেরিয়েন্ট কোভিড ছড়াচ্ছে, সেটি জানতে হবে। হুয়ের প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, ‘BA.4 এবং BA.5 এই দুটি ভ্যারিয়্যান্টের জন্য ১১০টি দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সম্প্রতি বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ এবং WHO-এর অধীনস্থ ৬টি অঞ্চলেও মৃত্যুর হার বেড়েছে। তবে বিশ্বব্যাপী পরিসংখ্যান তুলনামূলকভাবে স্থিতিশীল।’

দেশজুড়ে লাগামছাড়া সংক্রমণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের প্রতিটি রাজ্যকেই চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার একদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ হাজারের কাছাকাছি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯জনের। বৃহস্পতিবার কেন্দ্রের স্বাস্থ্যসচিব প্রতিটি রাজ্যকে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়ে চিঠি লিখেছে। কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক নির্দেশিকায় বিমানযাত্রীদের উপর বিশেষ নজর রাখার পরামর্শ দিতে বলেছে কেন্দ্র। এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি আগত ফ্লাইট থেকে যাত্রীদের আরটি-পিসিআর স্ক্রিনিং নিশ্চিত করতে হবে। এছাড়া জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য সমস্ত পজিটিভদের নমুনা পাঠানো উচিত। গত কয়েকদিন যে হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই আবহে ফের সতর্কতা জারি করে তত্‍পর হয়েছে কেন্দ্র।

হুয়ের প্রধান জানিয়েছেন, ‘অতিমারি প্রতিনিয়ত নিজের ভোল বদল করছে। তাতে অতিমারি শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। করোনাভাইরাসকে চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের প্রযুক্তও চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে। এর জেরে ভবিষ্যতের রূপের পূর্বাভাস দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে।’

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। কোভিড প্রাণ কেড়েছে ৩৯ জনের। দেশে কোভিড প্রাণ কেড়েছে ৫,২৫,১১৬ জনের। বর্তমানে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১ লাখ ০৪ হাজার ৫৫৫। বর্তমানে দেশে দৈনিক কোভিড পজিটিভিটির হার ৪.১৬ শতাংশ।

Next Article