ভারতে ক্রমেই বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মুম্বই বিমানবন্দরে যত সংখ্যক RT-PCR হয়েছে, তার মধ্যে ৩৫ শতাংশই পজিটিভ। কর্নাটকে আরও দুই ব্যক্তির শরীরেও সম্প্রতি ধরা পড়েছে ওমিক্রন। যদিও এখনও পর্যন্ত যতজনের দেহে এই ভাইরাসের হদিশ মিলেছে, তাঁদের সবারই হালকা উপসর্গ দেখা দিয়েছে। কারোর ক্ষেত্রেই রোগ লক্ষণ কিন্তু কোভিডের মত জটিল নয়। তবে এই ওমিক্রন অত্যন্ত সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যে কারণে সামান্যতম উপসর্গ দেখা দিলেও বিলম্ব না করে দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে যাবতীয় সুরক্ষাবিধিও কিন্তু মেনে চলতে হবে।
আপাতত কাশি, হালকা জ্বর, গলায় চুলকানি, ক্লান্তি- এসবই হল ওমিক্রনের প্রাথমিক লক্ষণ। যার সঙ্গে সাধারণ ঠান্ডা লাগার উপসর্গের কিন্তু অনেক মিল রয়েছে। এই সিজন চেঞ্জে অনেকেই এই রকম সমস্যায় ভুগছেন। ফলে কোনটা ওমিক্রনের ভাইরাস জনিত সংক্রমণ আর কোনটা সর্দিকাশি তা বোঝা একটু মিশকিলের। আর তাই চিকিৎসের সঙ্গে পরামর্শ প্রাথমিক কর্তব্য। সামান্য জ্বরেও তাই RT-PCR পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ একমাত্র এই পরীক্ষাতেই শরীরে ওমিক্রনের অস্তিত্ব বোঝা সম্ভব।
তবে অনেকে এও আশঙ্কা করছেন যে, কোভিনের ভ্যাকসিন হয়তো এই ওমিক্রন সংক্রমণের বিরুদ্ধে নাও কাজ করতে পারে। যে হেতু কোভিড ভাইরাস ক্রমাগত মিউটেশনের মধ্যে দিয়ে চলছে তাই তা এই ওমিক্রন প্রতিরোধে কতটা কার্যকরী হবে এই নিয়ে চিকিৎসকের একাংশ। যদিও এই সংক্রান্ত বিস্তারিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।
এখনও পর্যন্ত আমাদের দেশে যত সংখ্যক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে তাঁদের কারোরই শারীরিক অবস্থা জটিল নয়। এমনকী শ্বাসকষ্টের কথাও কেউ বলেনিনি। স্বাদ-গন্ধও রয়েছে। ক্লান্তি, হালকা জ্বর, গলা ব্যথা, কাশি, গলা খুশখুশ এসবই রয়েছে। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে আমাদের সতর্ক থাকা দরকার। আর তাই যাবতীয় কোভিড বিধি কিন্তু মেনে চলতেই হবে। বিষয়টি হালকা ভাবে না নেওয়ার অনুরোধ করেছেন চিকিৎসকরা। সামাজিক দূরত্ববিধি মেনে চলা, বার বার হাত ধোয়া, মাস্ক পরে থাকা এসব কিন্তু মেনে চলতেই হবে।
ওমিক্রনের প্রথম হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। এরপরি তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বিশ্বজুড়ে। যা নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, ডেল্টার থেকেও হয়ত ভয়ানক হতে পারে এই ভাইরাস। পুনের অ্যাপলো স্পেকট্রা হাসপাতালের চিকিৎসক সঞ্জয় নাগারকার যেমন জানিয়েছেন, ‘ওমিক্রনে আক্রান্তদের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে এমনটা এখনও দেখা যায়নি। এছাড়াও শ্বাসকষ্টের সমস্যাও আসেনি। যে টুকু মৃদু উপসর্গ রয়েছে তার জন্য বাড়িতে রেখে চিকিৎসা করলেই হবে’। চিকিৎসকেরা যে সব বিষয়ের উপর জোর দিচ্ছেন
*সব সময় মাস্ক পরে থাকা
*সামাজিক দূরত্ববিধি বজায় রাখা
*বার বার স্যানিটাইজারের ব্যবহার
*সাবান দিয়ে হাত ধোওয়া
*সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা
*ভ্রমণ আপাতত এড়িয়ে চলা
*ভিড় সম্পূর্ণ রূপে এড়িয়ে চলা
*টিকাকরণ করতেই হবে।
*টিকা নেওয়া হলেও এই সব সুরক্ষাবিধি কিন্তু মেনে চলতেই হবে।
আরও পড়ুন: Dry Ginger Water: আদা জল নয়, শীতে শরীর গরম রাখতে ভরসা রাখুন শুকনো আদার জলে! বলছে আয়ুর্বেদ