Gastric Pain: পেট ব্যথা তো প্রায়শই হয় তবে গ্যাস্ট্রিক কিনা বুঝবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Mar 15, 2023 | 9:59 PM

Gastric Symptoms: গ্যাস্ট্রিকের সমস্যা হলে অনেকেই অ্যান্টাসিড না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন

1 / 7
বাঙালি মাত্রই সারাবছর পেটের সমস্যায় ভুক্তভোগী। সামান্য কিছুতেই গ্যাস, অম্বল লেগে থাকে। দুপুরে একটু বেশি খাওয়া হলে রাতে অম্বল হয়ে যায়। হজমের অসুবিধে হলে তো পেটে ব্যথা হবেই।

বাঙালি মাত্রই সারাবছর পেটের সমস্যায় ভুক্তভোগী। সামান্য কিছুতেই গ্যাস, অম্বল লেগে থাকে। দুপুরে একটু বেশি খাওয়া হলে রাতে অম্বল হয়ে যায়। হজমের অসুবিধে হলে তো পেটে ব্যথা হবেই।

2 / 7
নিয়মের বাইরে গিয়ে ভুল ভাল খাওয়া দাওয়া হলে পেট ব্যথা হয় ঠিকই কিন্তু যদি পেটের মাঝে অস্বস্তি হয় কিংবা পেট আর বুকের মধ্যিখানে জ্বালা ভাব থাকে তাহলে কিন্তু সাবধান।

নিয়মের বাইরে গিয়ে ভুল ভাল খাওয়া দাওয়া হলে পেট ব্যথা হয় ঠিকই কিন্তু যদি পেটের মাঝে অস্বস্তি হয় কিংবা পেট আর বুকের মধ্যিখানে জ্বালা ভাব থাকে তাহলে কিন্তু সাবধান।

3 / 7
গ্যাস্ট্রিকের সমস্যা হলে এর প্রধান লক্ষণ হল দুধে অ্যালার্জি। কিছু খেলেই যদি পেটে জ্বালাভাব থাকে, পেট ব্যথা, বদহজম এসব লেগে থাকে তাহলে মুশকিল। আর তাই এই সমস্যা প্রায়শই হলে একেবারে ফেলে রাখবেন না।

গ্যাস্ট্রিকের সমস্যা হলে এর প্রধান লক্ষণ হল দুধে অ্যালার্জি। কিছু খেলেই যদি পেটে জ্বালাভাব থাকে, পেট ব্যথা, বদহজম এসব লেগে থাকে তাহলে মুশকিল। আর তাই এই সমস্যা প্রায়শই হলে একেবারে ফেলে রাখবেন না।

4 / 7
গ্যাস্ট্রিকের সমস্যা হলে পেটে ব্যথা, বদহজম, বমি বমি ভাব, খিদেমন্দা, গা গোলানো, মাথা ব্যথা এসব লেগে থাকে। খিদে পেলেই বমি পাওয়া, মাথা ঘোরা এসব গ্যাস্ট্রিকের প্রাথমিক উপসর্গ।

গ্যাস্ট্রিকের সমস্যা হলে পেটে ব্যথা, বদহজম, বমি বমি ভাব, খিদেমন্দা, গা গোলানো, মাথা ব্যথা এসব লেগে থাকে। খিদে পেলেই বমি পাওয়া, মাথা ঘোরা এসব গ্যাস্ট্রিকের প্রাথমিক উপসর্গ।

5 / 7
খিদে পেলেও খেতে পাচ্ছেন না, খেলেই পেট ব্যথা, সব সময় মনে হচ্ছে গলার কাছে খাবার আটকে আছে, ওজন কমতে শুরু করেছে এমন লক্ষণে সতর্ক হয়ে যেতে হবে।

খিদে পেলেও খেতে পাচ্ছেন না, খেলেই পেট ব্যথা, সব সময় মনে হচ্ছে গলার কাছে খাবার আটকে আছে, ওজন কমতে শুরু করেছে এমন লক্ষণে সতর্ক হয়ে যেতে হবে।

6 / 7
সাধারণ পেটে ব্যথা হলে একদিনেই সেরে যায়। হয়তো গ্যাসের ওষুধ খেলে, বমি হয়ে গেলে, পায়খানা হয়ে গেলে আর কোনও সমস্যা থাকে না। গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু এক সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে। আবার সারলেও তা ফিরে আসতে পারে।

সাধারণ পেটে ব্যথা হলে একদিনেই সেরে যায়। হয়তো গ্যাসের ওষুধ খেলে, বমি হয়ে গেলে, পায়খানা হয়ে গেলে আর কোনও সমস্যা থাকে না। গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু এক সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে। আবার সারলেও তা ফিরে আসতে পারে।

7 / 7
গ্যাস্ট্রিকের সমস্যা মূলত হয় অনিয়ম থেকে। খাওয়ার মধ্যে বেশি গ্যাপ থাকলে, অস্বাস্থ্যকর খাবার খেলে, কোনও ওষুধের প্রতিক্রিয়া বা অত্যধিক পরিমাণ অ্যালকোহল খেলে সেখান থেকেই সমস্যা বেশি হয়।

গ্যাস্ট্রিকের সমস্যা মূলত হয় অনিয়ম থেকে। খাওয়ার মধ্যে বেশি গ্যাপ থাকলে, অস্বাস্থ্যকর খাবার খেলে, কোনও ওষুধের প্রতিক্রিয়া বা অত্যধিক পরিমাণ অ্যালকোহল খেলে সেখান থেকেই সমস্যা বেশি হয়।

Next Photo Gallery