AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smoking: ধূমপানে হতে পারে এই সমস্যাও! আন্দাজই করতে পারেননি হয়তো…

Smoking Side Effects: একটি গবেষণায় বিষয়টি সামনে এসেছে। এক রোগীর চিকিৎসা করতে গিয়ে ধরা পড়েছে, অতিরিক্ত ধূমপানের কারণে মেরুদণ্ডের হাড়ে এতটাই ক্ষতি হয়েছে যে অস্ত্রোপচারও করাতে হয়। 

Smoking: ধূমপানে হতে পারে এই সমস্যাও! আন্দাজই করতে পারেননি হয়তো...
Image Credit: CANVA
| Updated on: Aug 06, 2025 | 11:44 PM
Share

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই কথাটা আমরা সকলেই হয়তো শুনেছি। তবে সতর্কবার্তা সত্বেও অনেকেই ধূমপান করেন। আর এই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলতে ক্যানসার জাতীয় সমস্যার কথাই ধরে থাকি। কিন্তু এর পাশাপাশি আরও নানা সমস্যাই হতে পারে। যা অনেকের ধারনার বাইরে।

ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট এমন নানা সমস্যাই হয়ে থাকে ধূমপানের কারণে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে হতে পারে স্লিপ ডিস্কের মতো সমস্যাও। ধূমপানের কারণে মেরদণ্ডের হাড়ে ব্যাপক প্রভাব পড়ে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। যে কারণে পিঠে, কোমড়ে অসহ্য যন্ত্রণাও হতে পারে। সেটি ক্রমশ ভয়ঙ্কর আকারও ধারন করতে পারে। শোয়া, বসা কিংবা হাঁটার ক্ষেত্রেও অস্বস্তি তৈরি হতে পারে হাড়ের এই সমস্যার কারণে। সে কারণেই চিকিৎকরা সতর্ক করছেন, ধূমপান না করাই শ্রেয়।

শিলংয়ে অবস্থিত, উত্তরপূর্ব ইন্দিরা গান্ধী স্বাস্থ্য সংস্থানের চিকিৎসকরা জানিয়েছেন, একটি গবেষণায় বিষয়টি সামনে এসেছে। এক রোগীর চিকিৎসা করতে গিয়ে ধরা পড়েছে, অতিরিক্ত ধূমপানের কারণে মেরুদণ্ডের হাড়ে এতটাই ক্ষতি হয়েছে যে অস্ত্রোপচারও করাতে হয়। স্লিপ ডিস্কের সমস্যাও বলা হয়েছে।

কী এই স্লিপড ডিস্ক? মেরুদণ্ডের হাড়ের মাঝামাঝি অংশ সরে গেলে ঘাড়ে, পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। এর প্রভাব পড়ে স্নায়ুতেও। এই সমস্যা মূলত বয়স্কদের মধ্যে দেখা যেত, কিন্তু এখন ধূমপায়ীদের মধ্যেও পাওয়া যাচ্ছে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।