শীতে কানে ইনফেকশনের (Ear Infection) সম্ভাবনা বেড়ে যায়। কম বেশি সবাই এই সমস্যায় ভুগতে পারেন। এই ধরনের সমস্যায় মধ্যকর্ণ ও অন্তঃকর্ণে সংক্রমণ হয়ে থাকে ব্যাকটেরিয়া (Bacteria) বা ভাইরাসের (Virus) কারণে। বিশেষজ্ঞদের মতে, বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে কানের ইনফেকশনে আক্রান্তের সংখ্যা বাড়ে।
করোনাকালে ওমিক্রনের প্রভাবেও এমনটি হতে পারে। এক্ষেত্রেও মধ্যকর্ণে ইনফেকশন দেখা দিচ্ছে। তারপর সেই ইনফেকশনের কারণে কানে জমছে তরল। এই তরল ইয়ার ড্রামের পিছনে জমা হচ্ছে। এই তরলকে পরিষ্কার না করলেই তৈরি হয় বিভিন্ন ধরনের সমস্যা।
শীতকালে কেন কানে ইনফেকশন হয়?
বিশেষজ্ঞরা বলছেন, শীত আরামদায়ক হলেও নানা ধরনের সমস্যার তৈরি করে এই আবহাওয়া। শীতে নানা ব্যাকটেরিয়া ও ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। এ কারণেই সমস্যা অনেকটা বেশি দেখা যায়। আগে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের মধ্যে এই সমস্যা দেখা যেত। তবে এখন সবার মধ্যেই কম বেশি এই সমস্যা দেখা যাচ্ছে। তাই সবাইকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কানের সংক্রমণের লক্ষণ:
বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ব্যথার তুলনায় কানে ব্যথা অনেকটা তীব্র হয়। ঠান্ডা আবহাওয়ার কারণে এ ব্যথা আরও বেড়ে যায়।
কানের ব্যথা সারাবেন কীভাবে?
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Weight Loss: বাড়তি ওজন কমাতে রোজ জিমে যাচ্ছেন? এবার একটু ডায়েটের দিকেও নজর দিন