Digital Pressure Machine: বাড়িতেই প্রেশার মাপছেন? ডিজিটাল মেশিন ঠিক করে কাজ করছে কি না কী করে বুঝবেন?

Nov 10, 2024 | 4:29 PM

Digital Pressure Machine: ডিজিটাল মেশিনে প্রেশার মাপা এমনিতে খুব সহজ। তবে অনেক সময় ভুল প্রেশার দেখায় এই সব মেশিন। বাড়িতে কী ভাবে প্রেশার মাপলে নির্ভুল রক্তচাপ পাওয়া সম্ভব?

Digital Pressure Machine: বাড়িতেই প্রেশার মাপছেন? ডিজিটাল মেশিন ঠিক করে কাজ করছে কি না কী করে বুঝবেন?

Follow Us

আজকাল প্রায় ঘরে ঘরেই যেন একজন করে প্রেশারের রোগী। যত দিন যাচ্ছে বেড়েই চলেছে প্রেশারের সমস্যা, কারও হাই প্রেশার তো কারও আবার লো প্রেশারের সমস্যা। হুট করে এই সব রোগীদের প্রেশার বেড়ে যাওয়া কমে যায় অনেক সময়। তার পিছনে অবশ্য নানা কারণ থাকে। হুট করে শরীরে রক্তচাপের ওঠানামা করলে তা বড় বিপদের কারণ হতে পারে। তাই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়াটাও গুরুতপূর্ণ। এই কারণেই আজকাল অনেকেই বাড়িতে একটি করে ডিজিটাল প্রেশার মাপার যন্ত্র কিনে রেখে দেন। কিন্তু সেই যন্ত্র ঠিক করে কাজ করছে তো? ডিজিটাল মেশিনে প্রেশার মাপা এমনিতে খুব সহজ। তবে অনেক সময় ভুল প্রেশার দেখায় এই সব মেশিন। বাড়িতে কী ভাবে প্রেশার মাপলে নির্ভুল রক্তচাপ পাওয়া সম্ভব?

অনেকে ভাবেন বেশি দাম দিয়ে যন্ত্র কিনলে, তা বেশি ভাল। তবে বাস্তবে রক্তচাপ মাপার দামি যন্ত্রতেও বেশ কিছু সমস্যা দেখা যায়।

মনে রাখবেন প্রেশার মাপার যন্ত্রের বেল্ট বা কাফ যত চওড়া হবে, তত ভাল। তাতে বেশি মাত্রায় নির্ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা বাড়ে। যন্ত্র ঠিক করে কাজ করছে কি না, তা নিয়ে সংশয় থাকলে নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসক বা পেশাদার কারও কাছে রক্তচাপ মাপার পুরনো ম্যানুয়াল যন্ত্রে রক্তচাপ মাপিয়ে নিন। এবার ফলাফল মিলিয়ে দেখে নিন।

প্রেশার মাপার সময়ে এক জায়গায় স্থির হয়ে বসতে হবে। রক্তচাপ মাপার সময়ে নড়াচড়া করলে এই যন্ত্র ঠিক মতো কাজ করবে না।

Next Article