Rubella Vaccination: নিঃশব্দ মৃত্যু থেকে শিশুদের বাঁচাতে টিকাকরণ কর্মসূচী ৯ জানুয়ারি থেকে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Dec 17, 2022 | 4:18 PM

Measles Outbreak in Mumbai: একটি শিশুর থেকে ১৮জন শিশুর মধ্যে দ্রুত হামের সংক্রমণ ছড়ায়। তাই মৃত্যু ও সংক্রমণ আটকাতে সচেতনতা ও টিকাকরণই একমাত্র রাস্তা।

Rubella Vaccination: নিঃশব্দ মৃত্যু থেকে শিশুদের বাঁচাতে টিকাকরণ কর্মসূচী ৯ জানুয়ারি থেকে
ছবিটি প্রতীকী

Follow Us

তন্ময় প্রামাণিক, মুম্বই

করোনা পর্যায়ে টিকাকরণে (COVID 19 Vaccination) ঘাটতির কারণে দেশে তিনগুণ বেড়ে গিয়েছে হাম সংক্রমণ (Measles Outbreak), যা বহন করছে এক বিপজ্জনক ইঙ্গিত। খোদ সরকারি তথ্যই একথা বলছে। শুক্র (১৬.১২.২০২২) ও শনিবার (১৭.১২.২০২২) UNICEF-এর উদ্যোগে মুম্বইয়ে (Mumbai) অনুষ্ঠিত ২ দিনের কর্মশালায় আলোচিত হল এই বিষয়টি। UNICEF কর্তারা ছাড়াও দেশের প্রায় ৬০ জন সাংবাদিক যোগ দিয়েছিলেন এই কর্মশালায়। UNICEFএর স্বাস্থ্য বিশেষজ্ঞ আশীষ চৌহান বলেছেন, “২০২১ সালের তুলনায় হামে আক্রান্তের সংখ্যা বেড়ে তিন গুণ হয়েছে। একই ভাবে গর্ভাবস্থায় রুবেলা আক্রান্তের সংখ্যাও তিনগুণ বেড়েছে। মিজলস রুবেলা সংক্রমণ থেকে বাঁচাতে পারে টিকা।” টিকাকরণের জন্য দেশের সব রাজ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সমস্যা মোকাবিলার জন্য এই রণকৌশলের কথাও সাংবাদিকদের জানানো হয়েছে UNICEF কর্তৃপক্ষের তরফে।

জাতীয় টিকাকরণ কর্মসূচির অতিরিক্ত কমিশনার ডঃ বীণা দাওয়ান বলেন, “টিকাকরণে দেশের সব রাজ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে: কম বিপজ্জনক ১৮৩, মাঝারি বিপজ্জনক ৩৮৬ এবং বেশি বিপজ্জনক হিসেব ১৬৪ টি জেলাকে চিহ্নিত করা হয়েছে।” সরকারিভাবে এ রাজ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেওয়া হবে ৯ জানুয়ারি থেকে। লক্ষ্য রাজ্যে ২ কোটি ৩০ লাখ শিশুকে টিকা দেওয়া।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক UNICEF-এর এক আধিকারিক বলেন, “2023-এর ডিসেম্বর এর মধ্যে মিজলস রুবেলা টিকাকরণের আওতায় আনা হবে দেশের সব শিশুকে।” UNICEF-এর সংযোগ বিশেষজ্ঞ অলকা গুপ্তা বলেন, “সংবাদমাধ্যমকে সাহায্য করতে হবে এই কর্মসূচিকে সফল করতে। সচেতনতা বাড়ানোর কাজে ভূমিকা নিতে হবে।” একটি শিশুর থেকে ১৮জন শিশুর মধ্যে দ্রুত হামের সংক্রমণ ছড়ায়। তাই মৃত্যু ও সংক্রমণ আটকাতে সচেতনতা ও টিকাকরণই একমাত্র রাস্তা।

রাজ্যে ১২টি জেলা নজরে রয়েছে, কারণ মিজলস থেকে মৃত্যুর ঘটনা ঘটে।

এক নজরে হাম:

উপসর্গ:

– জ্বর, গায়ে লাল ব়্যাশ, ফুসকুড়ি, চোখ লাল, কনজাংটিভাইটিস, যন্ত্রণা

– এখান থেকেই বাড়াবাড়ি হতে পারে

– নিউমোনিয়া, এনসেফেলাইটিস, ডায়রিয়া হতে পারে

– মস্তিষ্কে স্নায়ুর সমস্যা তৈরি হতে পারে

– থাকে মৃত্যুর আশঙ্কা

– মূলত জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত মৃত্যুর হার সবচেয়ে বেশি

– প্রতি হাজারে ৩২ শিশুর মৃত্যু হয়

– মিজলসে আক্রান্ত ৯০ শতাংশর বয়স ১৫ বছরের মধ্যে।

এক নজরে রুবেলা:

-গর্ভাবস্থায় এই সংক্রমণ হয়

– শুরুতে হলে বিপদ বেশি

– জন্মের পর শিশু বিভিন্ন অস্বাভাবিকতার সম্মুখীন হয়

– বিকলাঙ্গতা, বধিরতা, কানের সমস্যা, মস্তিষ্ক , হৃদযন্ত্রে সমস্যা নিয়ে জন্মাতে পারে শিশু

 

(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)

Next Article