Mosquitoes Bite: মিষ্টি বা তেতো নয়, মশারা কোন ব্লাড গ্রুপের রক্ত পান করতে পছন্দ করে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 30, 2022 | 8:34 AM

Blood Group: সমীক্ষা বলছে, স্বাদ নয়, বরং বিশেষ ব্লাড গ্রুপের লোকেদের মশারা বেশি কামড়ায়! জেনে নিন কোন ব্লাড গ্রুপ মশাদের বেশি পছন্দ।

Mosquitoes Bite: মিষ্টি বা তেতো নয়, মশারা কোন ব্লাড গ্রুপের রক্ত পান করতে পছন্দ করে?

Follow Us

কখনও খেয়াল করে দেখেছেন, ঘর ভর্তি লোক রয়েছে, অথচ মশারা শুধু দুই- তিনজন লোককে ছেঁকে ধরছে? যেন ওদের রক্ত মিষ্টি আর বাকিদের তেতো। সমীক্ষা বলছে, স্বাদ নয়, বরং বিশেষ ব্লাড গ্রুপের লোকেদের মশারা বেশি কামড়ায়! জেনে নিন কোন ব্লাড গ্রুপ মশাদের বেশি পছন্দ।

মশা অতি খতরনাক পতঙ্গ। মশার কামড়ে হয় ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মারাত্মক অসুখ। এখানেই শেষ নয়, রক্তপিপাসু মশারা আবার রক্তপানের ব্যাপারে মাঝেমধ্যেই হয়ে উঠতে পারে খুঁতখুঁতে। তারা কিছু লোকের রক্ত পান করতে পছন্দ করে। কিছু লোককে আবার খরচের খাতায় ফেলে দেয়। গবেষণায় দেখা গিয়েছে মশার পছন্দের তালিকায় রয়েছে বেশ কিছু ব্লাড গ্রুপের ব্যক্তি। এই কারণেই নির্দিষ্ট কিছু ব্লাড গ্রুপের লোকেদের মশা বেশি কামড়ায়। প্রশ্ন হল , ব্লাড গ্রুপ আর মশার কামড়ের মধ্যে সম্পর্ক কোথায়? বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভিন্ন ভিন্ন ব্লাড গ্রুপের অধিকারীদের দেহের লোহিত রক্তকণিকার গায়ে থাকে আলাদা ধরনের প্রোটিন বা অ্যান্টিজেন।

A: এ ব্লাড গ্রুপের অধিকারীর লোহিত রক্তকণিকার গায়ে থাকে এ অ্যান্টিজেন।

B: এই ব্লাড গ্রুপের ব্যক্তির রক্তের লোহিত রক্তকণিকার গায়ে থাকে বি অ্যান্টিজেন।

AB: এ এবং বি অ্যান্টিজেন উভয়ই থাকে।

O: এ অথবা বি অ্যান্টিজেন থাকে না।

কিছু কিছু ব্যক্তির দেহের এহেন অ্যান্টিজেন তার দেহরসেও থাকতে পারে। অর্থাৎ ওই ব্যক্তির লালা অথবা চোখের জলে নির্দিষ্ট অ্যান্টিজেনের অস্তিত্ব থাকতে পারে। এই ধরনের ব্যক্তিদের বলা হয় সিক্রেটরস (ক্ষরণকারী)। উদাহরণ হিসেবে বলা যায়, এ ব্লাডগ্রুপের অধিকারীর দেহরসে এ অ্যান্টিজেন থাকার সম্ভাবনা রয়েই যায়। তাহলে এ ব্লাড গ্রুপের অধিকারী ব্যক্তিকে বলা হবে এ সিক্রেটর। ও ব্লাড গ্রুপের অধিকারীদের বলা হয় এইচ সিক্রেটর কারণ এই ধরনের ব্যক্তিরা দেহরসে এইচ অ্যান্টিজেন থাকে।

প্রশ্ন হল দেহরসের অ্যান্টিজেন কি মশাকে আকৃষ্ট করে?

গবেষকরা বলছেন, খানিকটা তাই। দেখা গিয়েছে ও ব্লাড গ্রুপের অধিকারীদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। কীভাবে তা জানা গেল?

কী বলছে গবেষণা?

১৯৭৪ সালের এক সমীক্ষায় ১০২ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। সমীক্ষার মূল উদ্দেশ্য ছিল, কোন কোন কারণে মশারা নির্দিষ্ট কিছু ব্যক্তির প্রতি আকর্ষিত হচ্ছে তা খতিয়ে দেখা। সেই সমীক্ষার বিশ্লেষণ থেকে দেখা যায় মশারা ও ব্লাড গ্রুপের লোকের রক্ত চুষে খেতে বেশি পছন্দ করে।

সাম্প্রতিক এক সমীক্ষা অর্থাৎ ২০১৯ সালের এক সমীক্ষায় ভিন্ন ভিন্ন ব্লাড গ্রুপের রক্ত মশাদের পান করতে দেওয়া হয়েছিল। সেই সমীক্ষাতেও দেখা যায়, ও ব্লাড গ্রুপের রক্তের স্বাদই মশাদের বেশি পছন্দ!

এছাড়া ২০০৪ সালেও একটি সমীক্ষা হয়েছিল। সেখান থেকেও জানা যায়, মশারা ও ব্লাড গ্রুপের অধিকারীর রক্তপানে বেশি আগ্রহী।

স্টাডি থেকে এও জানা যায়, মশার পছন্দের তালিকায় আবার বি ব্লাড গ্রপের চাইতে এ ব্লাড গ্রুপের রক্ত উপরে রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো এখনও সম্ভব হয়নি। কারণ অন্যান্য কিছু বিষয় যেমন কোনও ব্যক্তির দেহ থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, দেহের তাপমাত্রা , দেহের গন্ধ, প্রেগন্যান্সি, অ্যালকোহল পান, জিন ইত্যাদি মশাদের ওই ব্যক্তির রক্ত পানে আগ্রহী করে তুলতে পারে বলে জানা গিয়েছে।

Next Article