AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ABHA ID Registration Rules: নতুন আধার কার্ড নিয়ে এল মোদী সরকার, খুব দরকারি এই নথি কী ভাবে জোগাড় করবেন?

ABHA ID Registration Rules: সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টের জন্য প্রত্যেক ভারতীয় নাগরিকের একটি ইউনিক আইডি নম্বর থাকবে।

ABHA ID Registration Rules: নতুন আধার কার্ড নিয়ে এল মোদী সরকার, খুব দরকারি এই নথি কী ভাবে জোগাড় করবেন?
| Updated on: Dec 16, 2024 | 4:45 PM
Share

আয়ুষমান ভারত হেলথ অ্যাকাউন্ট বা ABHA(আভা), এক নতুন ইউনিক আইডি নিয়ে এসেছে মোদী সরকার। এক কথায় একে স্বাস্থ্য আধার বললেও খুব একটা ভুল বলা হবে না। কী এই আভা? সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টের জন্য প্রত্যেক ভারতীয় নাগরিকের একটি ইউনিক আইডি নম্বর থাকবে।

কী ভাবে নিজের আভা অ্যাকাউন্ট খুলবেন?

১। ABHA’র অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে – abha.abdm.gov.in

২। এবার ‘Create ABHA number’ সিলেক্ট করুন৷

৩। আপনার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কী প্রমাণ হিসাবে দিতে চান তা সিলেক্ট করে ‘Next’ ক্লিক করুন।

৩। নির্বাচিত আইডির নম্বর উল্লেখ করতে হবে।

৪। ভাল করে ডিকলারেশন পড়ে নিয়ে ‘I Agree’ সিলেক্ট করে নিন।

৫। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে।

৬। সেই ওটিপি দিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

৭। সঠিক বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করে জমা দেওয়ার পরে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ABHA আইডি।

প্রত্যেকের আভা অ্যাকাউন্টের একটি ইউনিক আভা আইডি নম্বরের সঙ্গে থাকবে কিউ আর কোড। সেই কোড স্ক্যান করলেই পাওয়া যাব ওই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য।

কী হবে এই অ্যাকাউন্ট দিয়ে?

এই অ্যাকউন্টে কোনও নির্দিষ্ট ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালি নথিভুক্ত থাকবে। এমনকি কখন, কত বার, কোন চিকিৎসককে, কেন দেখিয়েছিলেন চিকিৎসক তাও জানা যাবে। এমনকি, কোন ল্যাবে কখন কী টেস্ট হয়েছে, কখনও হাসপাতালে ভর্তি হয়েছিল কি না, সেই সব তথ্য পাওয়া যাবে। মোবাইলের মাধ্যমে, অ্যাপের সাহায্যে ভারতের যে কোনও প্রান্তে সেই সব তথ্য কেবল অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে অ্যাকসেস করা যাবে। এর ফলে বাইরে গিয়েও কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলেও কেবল এই আভা অ্যাকাউন্ট নম্বর দিয়েই আপনার যাবতীয় মেডিকেল হিসট্রি পাওয়া যাবে।