যদিও ডাক্তার এবং গবেষকরা দাবি করেছেন যে ওমিক্রনের (Omicron) উপসর্গগুলি ডেল্টা (Delta) ভ্যারিয়েন্টের তুলনায় মৃদু এবং কম গুরুতর, তবে অনেকেই এখনও শরীরে ব্যথা এবং অলসতার (Weakness) অভিযোগ করছেন। ডাক্তাররা বলছেন, এখন সুস্থ হয়ে ওঠার পর ওমিক্রন রোগীদের মধ্যে পিঠে ব্যথার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
ওমিক্রনের পরে কী কী সমস্যা হতে পারে, তা এখনও চিকিৎসকদের কাছে পরিষ্কার নয়। অনেকেই বলছেন, এটি সাধারণ জ্বর-সর্দি-কাশির মতো সমস্যা, কেউ আবার বলছেন, অত হাল্কা ভাবে নেওয়ার কিছু নেই, এটি রীতিমতো জটিল জিনিস। কেন্দ্র সরকারের তরফেও স্পষ্ট করে বলা হয়েছে, এখনই ওমিক্রনকে হাল্কা ভাবে নেওয়ার মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
কিন্তু এরই মধ্যে অনেকেই জানাচ্ছেন, ওমিক্রন থেকে সেরে ওঠার সময়ে তাঁদের কোমরে ব্যথা হচ্ছে। এর কারণ কী? কতটা ভয়ের এই সমস্যাটি? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী যা যা জানা যায়…
ওমিক্রন থেকে সেরে ওঠার সময়ে কোমরে ব্যথার কারণ কী?
চিকিৎসক বলছেন, ভাইরাস সংক্রমণ হলে myalgias বা পেশি-গাঁটের ব্যথা হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। কোভিডেও তার ব্যতিক্রম হচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া সমীক্ষার রিপোর্ট বলছে, কোভিডের অন্য রূপগুলির তুলনায় ওমিক্রনে এই ধরনের ব্যথা কিছুটা বেশি হচ্ছে। শরীরের musculoskeletal system বা হাড়-পেশি-মজ্জার যে কাঠামো তাতে এই ভাইরাসটির প্রভাব বেশি পড়ছে এবং ক্ষতি বেশি হচ্ছে বলেই হয়তো এমন হচ্ছে।
এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে…
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Coronavirus: ওমিক্রনেই কি হবে করোনার সমাপ্তি? বিশেষজ্ঞরা কী বলছেন, জেনে নিন…