Omicron Prevention Tips: ওমিক্রন থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ইউনিসেফের দেওয়া এই নির্দেশগুলো মেনে চলুন…

ওমিক্রন থেকে বাঁচতে কী করণীয়? বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে ৭টি অভ্যাস মেনে চলা খুবই জরুরি। এতে ওমিক্রন থেকে কিছুটা নিরাপদে থাকা যাবে-

Omicron Prevention Tips: ওমিক্রন থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ইউনিসেফের দেওয়া এই নির্দেশগুলো মেনে চলুন...
ছবির সৌজন্যে The Economic Times
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 12:50 PM

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বে। এরই মধ্যেই ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়েছে। তবে বিশ্বের প্রায় সব দেশেই ওমিক্রনের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউনিসেফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদন। করোনা ভাইরাসের মধ্যে ঘটেছে অনেকগুলো মিউটেশন। ভাইরাস নিজেকে প্রতিনিয়ত বদলাচ্ছে। আর এই বদল হয়েছে ভাইরাসের স্পাইক প্রোটিনে। আর এই বদলে যাওয়া ভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক বলেই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। তাহলে ওমিক্রন থেকে বাঁচতে কী করণীয়? বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে ৭টি অভ্যাস মেনে চলা খুবই জরুরি। এতে ওমিক্রন থেকে কিছুটা নিরাপদে থাকা যাবে-

১) সবারই জানা আছে করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভিটামিন সি ’যুক্ত খাবার কতটা জরুরি। কারণ এই ধরনের খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই দৈনিক পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রাখুন ডায়েটে। লেবু, কমলা, আমলকি সহ টকজাতীয় ফলে ভাল পরিমাণে ভিটামিন সি থাকে।

omicron prevention tips

ছবির সৌজন্যে- Hindustan Times

২) শরীর সুস্থ রাখতে যেমন শরীরচর্চার প্রয়োজন ঠিক তেমনই বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতেও তা চালিয়ে যেতে হবে। শরীরচর্চার মাধ্যমে ইমিউনিটি বাড়ে। জিমে, মাঠে যেখানে খুশি ব্যায়াম করুন। প্রয়োজনে পায়ে হেঁটে চলাফেরা করুন। ব্যায়াম করতে সমস্যা হলে জগিং করুন বা অন্তত ৩০ মিনিট হাঁটুন।

৩) শীতের এই সময় সবাই কমবেশি সর্দি-কাশিতে ভোগেন। এবার কোনটা সাধারণ সর্দি-কাশি আর কোনটা ওমিক্রনে আক্রান্ত তা নিশ্চয়ই আপনি টের পাবেন না। তাই সুরক্ষিত থাকতে অন্তত মাস্ক পরুন। বিশেষজ্ঞদের মতে, করোনা থেকে বাঁচতে হলে মাস্কই হল প্রধান অস্ত্র। তাই সব সময় মাস্ক পরুন। বিশেষ করে ঘরের বাইরে গেলে অবশ্যই পনরতে হবে।

৪) করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতেই অনেকেই ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি ভুলতে চলেছেন। যা ওমিক্রন সংক্রমণের কারণ হতে পারে। তাই নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সবচেয়ে ভাল হয় অন্তত ৩০ সেকেন্ড সাবান জল দিয়ে হাত ধুলে। তবে যেহেতু এখন শীতের সময়, তাই ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করুন।

৫) ওমিক্রন সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রাখুন। ঠিক যেমনটি করোনার শুরুর সময় থেকেই শারীরিক দূরত্ব রাখার কথা বলা হয়েছে। তাই বাজার, বাস, ট্রেনে কিংবা ভিড় এলাকায় চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকুন। যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন।

আরও পড়ুন: Christmas foods: উত্‍সবের দিনেও সুস্থ ও ফিট থাকতে এড়িয়ে চলুন এই ৫ অস্বাস্থ্যকর খাবার! ওজনও থাকবে নিয়ন্ত্রণে

আরও পড়ুন: Headache in Children: আপনার সন্তান কি প্রায়শই মাথার যন্ত্রণার অভিযোগ করে? এই লক্ষণগুলি এড়িয়ে যাবেন না