Obesity Medicines: খেতে হবে না ওষুধ, লাগবে না ইনজেকশন, করতে হবে না ব্যয়াম! রোগা হতে এবার একটা ক্রিমই যথেষ্ট?
Obesity Medicines: যদি এমন হতো যে কেবল একটা ওষুধেও নিমেষে গলে যাবে পেটের সব চর্বি, তাহলে বেশ ভাল হত। শারীরিক কসরত ছাড়া রোগা হতে পারলে তার থেকে ভাল আর কি বা আছে?

আজকের দিনে দাঁড়িয়ে যেসব রোগের জ্বালায় অতিষ্ট জীবন তাদের মধ্যে অন্যতম হল ওবেসিটি বা স্থূলতা। এই রোগ কেবল যে আপনার শরীরের মেদ জমারই কারণ এমনটা নয়। স্থূলতা ছোট বড় আরও নানা রোগের জন্ম দিতে পারে। হার্টের রোগ থেকে শুরু করে অনান্য অঙ্গ প্রত্যঙ্গের চলাফেরাতেও সমস্যা তৈরি করতে পারে। তাই সময় থাকতেই রোগা হওয়ার কথা বলেন বিশেষজ্ঞদের কাছেও।
এমনকি প্রয়োজনে ছুটতে হতো চিকিৎসকের কাছেও। একবার স্থূলতা দেখা দিলে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার পথটাও খুব একটা সহজ নয়। সবার আগে রাশ টানটে হয় জিভের উপরে। ছাড়তে হয় নিজের সাধের খাবারগুলিকেও। কেবল রোগা হয়ে গেলেই তো হল না। সেই চেহারাকে ধরেও তো রাখতে হবে। সব মিলিয়ে মোটামুটি কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে কাটে জীবন। যা খুব একটা সুখকর ব্যপার নয়।
যদি এমন হতো যে কেবল একটা ওষুধেও নিমেষে গলে যাবে পেটের সব চর্বি, তাহলে বেশ ভাল হত। শারীরিক কসরত ছাড়া রোগা হতে পারলে তার থেকে ভাল আর কি বা আছে? এবার তেমনই এক আজব আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা। কেবল একটা ক্রিম দেখাবে কামাল, কমবে মেদ।
এই নতুন প্রযুক্তি তাদের জন্য উপকারী হতে পারে যারা ইনজেকশন নিতে অস্বস্তি বোধ করেন। অথচ ওজন কমানোর জন্য ওষুধ খুঁজছেন। বিখ্যাত ডার্মাটোলজিস্ট ও অ্যান্টি-এজিং বিশেষজ্ঞ ডঃ নিকোলাস পেরিকোন এই বিষয়ে কাজ করছেন।
ডঃ পেরিকোন বর্তমানে টিরজেপাটাইড (tirzepatide) এর একটি জেল ফর্মুলেশন তৈরি নিয়ে গবেষণা করছেন। টিরজেপাটাইড হচ্ছে মাউঞ্জারো (Mounjaro) ওষুধ তৈরির মূল উপাদান।
ইংরেজি সংবাদমাধ্যম DailyMail.com-এরএকটি প্রতিবেদন অনুসারে তাঁর আশা, মাউঞ্জারোর নির্মাতা এলি লিলির (Eli Lilly) সঙ্গে কাজ করারও সুযোগ পাবেন। তিনি বলেন, “আমি মনে করি এটি একটি অনন্য উদ্যোগ হবে এবং এটি অবশ্যই কাজ করবে।”
রিপোর্টে আরও বলা হয়েছে যে, ওজন কমানোর জন্য ওষুধ ছোট একটি প্যাচে ছোট সূঁচের মাধ্যমে দেওয়া হবে, যেগুলো ত্বকের গভীরে না গিয়েও ওষুধ পৌঁছে দেবে শরীরের মধ্যে। এতে ব্যথাও হবে না। ইনজেকশনের ভয় থাকা ব্যক্তিদের জন্য এটি আদর্শ।
ডঃ পেরিকোন বলেন, “আপনি সহজেই ত্বকের ভেতর দিয়ে রক্তনালীতে ওষুধ পৌঁছে দিতে পারবেন, ইনজেকশন ছাড়াই এর উপকারিতা পাওয়া যায়।”
তিনি বলেন, “আপনি এই ওষুধ আপনার কব্জিতে লাগালেন, দুই কব্জি একসঙ্গে ঘষে নিলেন। এক মিনিটের মধ্যেই ওষুধটি ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে ছড়িয়ে পড়বে।”
বর্তমানে এই জেলটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। পশু ও মানবদেহে প্রাক-ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল ট্রায়াল হওআর পরেই তা বাণিজ্যিকভাবে বাজারে চালু হবে।
ডঃ পেরিকোনের ল্যাব ছাড়াও, লাস ভেগাস-ভিত্তিক কোম্পানি স্কিনভিজিবল ফার্মাসিউটিক্যালস (Skinvisible Pharmaceuticals) একটি ক্রিম ফর্মুলেশনে কাজ করছে, যাতে Ozempic এবং Wegovy-তে ব্যবহৃত সেমাগলুটাইড (semaglutide) নামক সক্রিয় পেপটাইড রয়েছে।
এই ক্রিমটি সাধারণ টপিকাল ওষুধের তুলনায় প্রায় ১০ গুণ ভালভাবে ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ছয় ঘণ্টা ধরে ধীরে ধীরে শরীরে ওষুধ ছড়িয়ে দেয়।
রীক্ষায় দেখা গেছে, যখন এই মূল ওষুধটি ক্রিমের সঙ্গে মেশানো হয়, তখন তার প্রায় ৭০ শতাংশ ধীরে ধীরে ত্বকের স্তর অতিক্রম করে শরীরে প্রবেশ করে।
বস্টন-ভিত্তিক কোম্পানি অ্যানোডাইন ন্যানোটেক (Anodyne Nanotech) একটি প্যাচ-ভিত্তিক ওজন-নিয়ন্ত্রণকারী ওষুধ তৈরির কাজ করছে।
তাদের হিরোপ্যাচ (HeroPatch) নামের এই স্টিকারের এক পাশে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র গলনশীল সূঁচ যা একটি পোস্টেজ স্ট্যাম্পের চেয়েও ছোট। গবেষকরা দেখেন, এই ক্রিমের সঙ্গে মেশানো ওষুধের প্রায় ১০ শতাংশ ছয় ঘণ্টার মধ্যে ত্বক ভেদ করে শরীরে প্রবেশ করে।
