যতদিন যাচ্ছে বাড়ছে অ্য়ালজাইমার্সের (Alzheimers) প্রকোপ। কী এই অ্যালজাইমার্স? সহজ ভাষায় বলতে গেলে বলতে হয়, ভুলে যাওয়ার রোগ। শরীরে এই রোগ বাসা বাঁধলে মস্তিষ্কের কোষগুলি ধীরে-ধীরে নষ্ট হয়ে যেতে থাকে ফলে ক্রমে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। মানুষ কিছু মনে রাখতে পারেন না। শুধু তাই-ই নয়, এর ফলে মানুষের মেজাজেরও পরিবর্তন হয়। মেজাজ খিটখিটে হয়ে যায়, উদাসীন হয়ে পড়েন রোগী ও এছাড়াও নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। পুরো বিশ্বে ভয়বহ রূপ ধারণ করছে এই সমস্যা। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে এই রোগের শিকার ৫ লক্ষ মানুষ। তবে শুধু আমেরিকাতেই নয়, এই রোগ উত্তরোত্তর বাড়ছে কলকাতার মত শহরাঞ্চলেও। আর এর শিকার হচ্ছেন যুব সম্প্রদায়। কিন্তু কেন?
ক্রমে শহরাঞ্চলে এই ধরনের সমস্যা বাড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা, সোশ্যাল আইসোলেশনকেই দায়ী করছেন। সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’-তে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজকাল মানুষ ভার্চুয়াল জগতে মানুষ এতটাই সময় ব্যায় করে ফেলছেন যে, আপনজনদের সঙ্গে সময় কাটাতেই ভুলে যাচ্ছেন। এতে মানুষে-মানুষে যোগাযোগ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর। আর এই সমস্যা বেশি করে বাড়ছে যুব সম্প্রদায়ের মধ্যে। এর কারণ অবশ্য আমার আপনার অনেকটাই চেনা। বর্তমান প্রজন্মের কাছে, মোবাইল ফোনের বাইরে জগৎটা প্রায় অন্ধকার। আর এই ফোনে বুঁদ হয়ে থাকতে-থাকতে কোথাও গিয়ে তাঁরা ভুলে যাচ্ছে সামনের মানুষটির সঙ্গে মনের ভাব আদানপ্রদান করতে। আর ফলে নিজের অজান্তেই শিকার হচ্ছেন অ্যালজাইমার্সের মতো জটিল মানসিক সমস্যার।
এবিষয়ে ‘এজিং স্টাডি অফ ইন্ডিয়া’ একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, বিগত কয়েক বছরে বাংলায় অ্যালজাইমার্সে আক্রান্তর সংখ্যা ৯ শতাংশ বেড়েছে। যার সহজ হিসেব করলে দাঁড়ায়, বাংলায় প্রতি ১১ জন মানুষের মধ্যে ১ জন এই সমস্যার শিকার। শুধু তাই-ই নয়, এই রিপোর্টে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর এক তথ্য। তা হল, পুরুষদের তুলনায় মহিলারা বেশি অ্যালজাইমার্সের কবলে পড়ছেন। এর কারণ কী? মহিলাদের মধ্যে অ্যালজাইমার্স নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইস্ট্রোজেন নামক হরমোন। আর ঋতুবন্ধের পর এই হরমোনের ক্ষরণ অনেকটাই কমে। ফলে এই রোগের ঝুঁকি বাড়তে থাকে। এছাড়াও দায়ী অ্যাপোলিপোপ্রোটিন-ই জিন ও সেরিব্রাল ব্লাড ফ্লোয়ের তারতম্যও।
গবেষকরা আরও দাবী করেছেন, মূলত শহারাঞ্চলেই এই সমস্যা বাড়েছে। আর ভারতের মধ্যে কলকাতা ও দক্ষিণ বাংলায় অ্যালজাইমার্সে আক্রান্তর সংখ্যা তুলনামূলকভাবে সব থেকে বেশি। যার অন্যতম কারণ হিসেবে জীবনযাত্রাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বায়ুদূষণও এই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে বলেই বিশেষজ্ঞদের মত।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।