AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cancer Treatment: ৯৮.৪% নির্ভুল, একটা রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ৩০ ক্যানসার! মারণ রোগের চিকিৎসায় পথ দেখাচ্ছে ভারত

Cancer Treatment: আমাদের দেশে ক্যানসার চিকিৎসার মূল সমস্যা হল সঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়া। তবে এবার যেন সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলল দেশ। আবিষ্কার হল এমন এক রক্ত পরীক্ষা যা অগ্ন্যাশয়, ফুসফুস এবং ডিম্বাশয়ের ক্যানসারসহ মোট ৩০ ধরনের ক্যানসারকে সনাক্ত করতে পারে।

Cancer Treatment: ৯৮.৪% নির্ভুল, একটা রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ৩০ ক্যানসার! মারণ রোগের চিকিৎসায় পথ দেখাচ্ছে ভারত
Follow Us:
| Updated on: May 12, 2025 | 3:47 PM

আমাদের দেশে ক্যানসার চিকিৎসার মূল সমস্যা হল সঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়া। তবে এবার যেন সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলল দেশ। আবিষ্কার হল এমন এক রক্ত পরীক্ষা যা অগ্ন্যাশয়, ফুসফুস এবং ডিম্বাশয়ের ক্যানসারসহ মোট ৩০ ধরনের ক্যানসারকে সনাক্ত করতে পারে। তাও গড়ে প্রায় ৯৮.৪ শতাংশ নির্ভুল ফলাফলের সঙ্গে। ক্যানসার রিপোর্টস পত্রিকায় এই পরীক্ষার প্রথম ধাপের ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।

এইচসিজি মানবতা ক্যানসার সেন্টার, নাসিক-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অফ সার্জিক্যাল অঙ্কোলজি ও রোবোটিক সার্ভিসেস অধ্যাপক ডঃ রাজ নাগারকর ইংরেজি সংবাদমাধ্যম The Indian Express কে এই বিষয়ে জানান, এই ডায়াগনস্টিক পরীক্ষাটি প্রথম ধাপের ক্লিনিকাল ট্রায়ালে ধারাবাহিক সংবেদনশীলতা দেখিয়েছে। আমরা ক্যানসারের সঙ্গে সম্পর্কিত স্বতন্ত্র মেটাবলিক সিগনেচার সনাক্ত করতে মেশিন লার্নিং দ্বারা চালিত একটি অভিনব সিরাম মেটাবোলোম-ভিত্তিক ডায়াগনস্টিক প্ল্যাটফর্ম ব্যবহার করেছি।

২০২১ সালে শুরু হওয়া এই ক্লিনিকাল ট্রায়ালে কলকাতা, ব্যাঙ্গালুরু, বিজয়ওয়াড়া, সিঙ্গাপুর, কলকাতা এবং গুয়াহাটি সহ ছয়টি হাসপাতাল অংশগ্রহণ করে। এই পরীক্ষা দেহের মেটাবোলাইট পরিবর্তনগুলি ধরতে পারে, যা বিশেষ করে প্রাথমিক স্তরের ক্যানসারের নির্ভরযোগ্য ও সংবেদনশীল রিডআউট প্রদান করে।

মেটাবোলোমিক্স হল দেহের ছোট ছোট অণু। যেমন সুগার, ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিড ইত্যাদি নিয়ে গবেষণা। যা ক্যানসার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ সনাক্ত করতে সহায়ক। এই সিরাম স্যাম্পলগুলি হাই-রেজোলিউশন ম্যাস স্পেকট্রোমেট্রি ব্যবহার করে বিশ্লেষণ করা হয় এবং এই তথ্য PredOmix Technologies-এর সহযোগিতায় তৈরি একটি মালিকানাধীন ক্যানসার ডিটেকশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (CDAI) অ্যালগরিদম দিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণা অনুযায়ী, এই পরীক্ষা রক্তের সিরামে ৮,০০০টিরও বেশি মেটাবোলাইটের প্রোফাইল তৈরি করে। ৬,৪৪৫ জন অংশগ্রহণকারী, যার মধ্যে ২,৮৩১ জন ক্যানসার রোগী ছিলেন, তাদের নিয়ে পরিচালিত ক্লিনিকাল ট্রায়ালে পরীক্ষা সকল স্তরের (পর্যায় ১-৪) এবং ২০ থেকে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় নিখুঁত নির্ভুল রেজাল্ট দিয়েছে। এটি স্টেজ ১ ক্যানসার ৯৮.৯ শতাংশ সঠিকভাবে রোগ নির্ণয় করেছে। রাজ নাগারকর জানান, পরবর্তী ধাপের ট্রায়ালে আমরা ৫,০০০ মহিলা অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছি।