স্ট্রোক কথাটা শুনলেই প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। সেটা অপ্রত্যাশিত নয়। বিভিন্ন মৃত্যুর কারণের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এই কারণই। চিকিৎসা বিশেষজ্ঞরাও চিন্তিত। বর্তমান পরিস্থিতি আরও ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের মোট সংখ্যার নিরিখে যদি ধরা যায়, প্রতি চার জনের মধ্যে একজনের সারাজীবনে অন্তত একবার স্ট্রোক হবেই। এ বছর অন্তত ১২২ লক্ষ মানুষের প্রথম বার স্ট্রোক হবে এবং ৬৫ লক্ষের মৃত্যুও হবে। প্রায় ১০ কোটি মানুষের ইতিমধ্যেই একবার হলেও স্ট্রোক হয়েছে। এমনটাই বলছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
বিশ্বজুড়ে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে হৃদরোগ। আর দ্বিতীয় কারণ হিসেবে রয়েছে স্ট্রোক। মৃত্যু না হলেও অনেক সময় শরীর স্থবিরও হয়ে যায় এর কারণে। ৮৫ শতাংশর মধ্যে ইসেমিক স্ট্রোক অহরহ হয়ে থাকে। তবে মৃত্যুর কারণ হিসেবে সবচেয়ে ভয়ঙ্কর হোমোরাজিক স্ট্রোক। মিডল ইনকাম কাউন্ট্রিগুলিতে স্ট্রোকের পরিমাণ কম। হয়তো আর্থিক কারণেই সেখানকার লোকজন সাদা-মাটা জীবন যাপন করেন। এবং সেটা মোটের উপর উপকারী হয়ে দাঁড়ায়!
তা হলে স্ট্রোকের অন্যতম কারণ কী কী হতে পারে?
বিশেষজ্ঞর মতে- নিয়মিত ধূমপান, ওবেসিটি, ডায়েটে অতিরিক্ত তেল-মশলাদার খাবার। আর এর সঙ্গে অবশ্যই অতিরিক্ত মদ্যপান, উশৃঙ্খল জীবনযাপন স্ট্রোকের প্রধান কারণ ধরা হয়। এ ছাড়াও অন্যান্য নানা সমস্যা থেকেই হয়। যাঁদের ডায়াবেটিস কিংবা হাইপারটেনশনের মতো সমস্যা রয়েছে, তাঁদের স্ট্রোকের সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি। সুস্থ জীবন যাপন করলে যে এর সম্ভাবনা অনেকটাই কমানো যায়, তেমনই বলছেন বিশেষজ্ঞরা।