নিয়মিত মল পরিষ্কার হয় না। মল দিয়ে রক্তপাত হয়। এই ধরনের লক্ষণগুলো এড়িয়ে যাওয়ার অর্থ আপনি নিজের জীবনে ক্যানসারকে ডেকে আনছেন। ক্যানসার নীরব ঘাতকের মতো। অন্ত্রের স্বাস্থ্যের দিক আমরা অনেকেই নজর দিই না। কিন্তু কোলোরেক্টাল ক্যানসার হল এমন এক মারণ রোগ, যার উপসর্গ মলত্যাগের মাধ্যমেই লক্ষ্য করা যায়। তাই কোলোরেক্টাল ক্যানসারের উপসর্গগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। প্রতি বছর মার্চ মাসটি কোলোরেক্টাল বা কোলন ক্যানসারের সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়।
সাধারণত কোলন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো পেটে দেখা দেয়। পেটের সমস্যা ভেবে ভুল করলে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। পেটে ব্যথা কোলোরেক্টাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ। মূলত অন্ত্রে বড় কোনও ব্লকেজ থাকলে এবং মল ত্যাগে সমস্যা তৈরি হলে এই লক্ষণ দেখা দেয়। এটা আদতে কোলোরেক্টাল ক্যানসারের লক্ষণ।
কোলোরেক্টাল ক্যানসারের সবচেয়ে সাধারণ লক্ষণ হল কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে ভুগতে অর্শের সমস্যা দেখা দিতে শুরু করে। মলের সঙ্গে রক্তপাত হয়। এমনকী মল ত্যাগ করতেও বেগ পেতে হয়। এই ধরনের ঘটনা হালেকালে হলে খুব একটা চিন্তার কিছু নেই। কিন্তু ঘন ঘন যদি এই ধরনের সমস্যায় ভোগেন তাহলে দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন।
মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যাই ধীরে ধীরে কোলন ক্যানসার ডেকে আনে। টিউমারের কারণে অন্ত্রে ব্লকেজ তৈরি হয় এবং মল নির্গত হতে থাকে। আবার অনেক ক্ষেত্রে ব্লকেজের জেরে ঘন ঘন মল নির্গত হতে থাকে। অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিচ্ছে বলে মনে হতে পারে। কিন্তু এই লক্ষণগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়। মল ত্যাগের ক্ষেত্রে এই ধরনের লক্ষণগুলো কখনওই অবহেলা করা উচিত নয়।
চিকিৎসকদের মতে, কোলন ক্যানসারের কারণে মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দেয়। প্রথমত, নিয়মিত মল নির্গত হয় না। তাছাড়া অন্ত্রে টিউমার দেখা দেয়। যার জেরে পুঁজের মতো তরল নির্গত হতে থাকে। এই লক্ষণটিকে অনেকেই ডায়ারিয়া ভেবে ভুল করতে পারেন। কিন্তু এই ডায়ারিয়াই আপনার মৃত্যু ডেকে আনতে পারে।
কোলন ক্যানসারের লক্ষণগুলো মূলত মলের মাধ্যমে প্রকাশ পায়। এছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে, যা এড়িয়ে যাওয়া উচিত নয়। অনেক সময় মল ত্যাগের পরও শারীরিক অস্বস্তি থেকেই যায়। এছাড়া কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হলে বমি বমি ভাব, বমির সমস্যা দেখা দিতে পারে। মলের মাধ্যমে রক্তপাতের কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে এবং রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে। তাই কোলন ক্যানসারের যে কোনও লক্ষণ দেখা দিলে, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।