বছরের পর বছর ধরে একাধিক কাজে ব্যবহার করা হচ্ছে অ্যালোভেরা। ত্বকের পরিচর্যায় যেমন কাজে আসে এই অ্যালোভেরা তেমনই শরীরের জন্যও বেশ ভাল। রোজ সকালে একগ্লাস করে অ্যালোভেরার জুস খেলে ওজন কমে সেই সঙ্গে সুগার-কোলেস্টেরল এসবও থাকে নিয়ন্ত্রণে। অয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় অ্যালোভেরা। অ্যালোভেরা হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, আর অ্যালোভেরার মধ্যে থাকে প্রচুর পরিমাণ পুষ্টিও। যে কারণে অ্যালোভেরা জন্ডিসের চিকিৎসাতেও কাজে লাগানো হয়। অ্যালোভেরা শ্যাম্পু, জেল, ক্রিম, সাবান, কন্ডিশনার এসব তো আছেই। আমাদের দেশের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে অ্যালোভেরার গাছ।
নিজের ওষুধি গুণের জন্যই অ্যালোভেরা সকলের কাছে এত পরিচিত। চুল, ত্বক ঠিক রাখতে অ্যালোভেরা যত ভাল কাজ করে তেমন আর কোনও কিছুই নেই। সানস্ক্রিন হিসেবে অ্যালোভেরা ব্যবহার করলে কাজে দেবে আবার কোথাও ছ্যাঁকা খেলে, পুড়ে গেলে সেক্ষেত্রেও কাজে লাগে এই অ্যালোভেরা।
তবে অ্যালোভেরারও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। কোনও কিছুরই অতিরিক্ত ভাল নয়। ঠিক তেমনই অতিরিক্ত অ্যালোভেরা ব্যবহার করলে সেখান থেকে বেশ কিছু সমস্যা হতে পারে। অ্যালার্জির সমস্যা হলে অ্যালোভেরা জেল লাগানোর পরামর্শ দেওয়া হয়। তেমনই অ্যালোভেরা জেল অ্যালার্জিরও কারণ হতে পারে। অ্যালোভেরা পাতার নীচের দিকে যে ল্যাটেক্স থাকে তা হলে পারে অ্যালার্জির কারণও। যে কারণে অনেকেরই অ্যালোভেরা জেল লাগালে লাল হয়ে যায়, অ্যালার্জি হয়।
অ্যালোভেরা জুস রোজ খেলে বা অ্যালার্জির সমস্যা হলে পেট ফাঁপা, পটাসিয়াম কমে যাওয়া এসব সমস্যাও হতে পারে। অ্যালার্জি, ফুসকুড়ি, জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। অ্যালোভেরার থেকে হতে পারে ডিহাইড্রেশনের সমস্যাও। ত্বকে যদি গভীর কোনও ক্ষত থাকে তাহলেও কিন্তু ভুল করে অ্যালোভেরা লাগাবেন না। এতে হিতে বিপরীত হবে। যে কোনও কিছু অতিরিক্ত করলে তার পার্শ্বপ্রতিক্রিয়া থাকেই। আর তাই এসব কাজে অ্যালোভেরা ব্যবহার নয়। ব্যবহারের আগে প্যাচ টেস্ট জরুরি।