করোনাকে সামাল দিতে গিয়ে বিধ্বস্ত দেশ। তার উপর ভয়ংকর মহামারীর আশনিসংকেত নিয়ে দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস সংক্রমণ। ঠিকই দেখেছেন। হোটাইট ফাঙ্গাস। কোভিড দ্বিতীয় ঢেউয়ের মাঝেই জাঁকিয়ে বসেছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশের বিভিন্ন রাজ্যের কোভিড রোগীদের মধ্যে মারাত্মকভাবে দেখা দিয়েছেত ব্ল্যাক ফাঙ্গাস। অবস্থা আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। এই ভয়ংকর পরিস্থিতির মধ্যেই হানা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস। বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও আরও মারাত্মক সংক্রমণ এটি। এখনই যদি সতর্ক না হওয়া যায় তাহলে সামনের দিনগুলিতে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে, তা কল্পনাও করতে পারেছেন না কেউ।
কোভিড অতিমারিতে হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে সম্প্রতি বিহারে। মোট ৪জনের শরীরের ধরা পড়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোভিড ১৯ মারণ ভাইরাসের মতোনই এই মারাত্মক সংক্রমণ প্রথমে ফুসফুসে গিয়ে হানা দেয়। পাশাপাশি ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ক, মুখ, গোপনাঙ্গেও এই ভয়ংকর ছত্রাকটি প্রভাব বিস্তার করে।
হোয়াইট ফাঙ্গাস বা ক্যানডিডা অ্যালবিকানসে কারা আক্রান্ত হচ্ছেন?
বিশেষজ্ঞদের মতে, কোভিড রোগীদের মধ্যে এই ছত্রাক ধরা পড়েছে। তবে যাঁদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, তাঁরাই মূলত এই ছত্রাকে দ্বারা আক্রান্ত হয়ে পড়ছেন। এছাড়া ডায়াবেটিক, ক্যানসার রোগী, কিডনির সমস্যা, অ্যাজমা রোগী, দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ বা ইনজেকশন নেন তাঁরা বেশি করে এই ছত্রাকে আক্রান্ত হচ্ছেন। ৬ বছরের নিচে শিশু ও অন্তঃসত্ত্বাদের মধ্যেও দেখা যাচ্ছে এই ছত্রাকের লক্ষণ।
আরও পড়ুন: কোভিড রোগীর মৃত্যুর জন্য কি সাইটোকাইন স্টর্মই দায়ী? লক্ষণগুলি ধরা পড়লে উপেক্ষা করবেন না
উপসর্গগুলি দেখা দিলে উপেক্ষা নয়
কোভিড রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস ও হোটাইট ফাঙ্গাসের লক্ষণ দেখা দিয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, এই দুটি ছত্রাকের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মিল। সেগুলি হল,ল এই ছত্রাক শরীরের মধ্যে বাসা বাঁধলে, মাথাব্যথা, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, যৌনাঙ্গে জ্বালাভাব, ত্বকে চুলকানি, র্যাশ বের হওয়ার মতো উপসর্গ দেখা যায়। আবার করোনার মতোও উপসর্গ দেখা গিয়েছে। RT-PCR টেস্টে নেগেটিভ এলেও এই রোগ সারে না। তবে এক্স-রে, সিটিস্ক্যান করলে এই ছত্রাকের অবস্থান টের পাওয়া যায়।
প্রসঙ্গত, দেশে হোয়াইট ফাঙ্গাসের উপস্থিতিত টের পাওয়া মাত্রই চিকিত্সকদেরএকাংশ শিকার করেছেন, সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের থেকেও অতি মারাত্মক ও ভয়াল রূপ নিতে পারে এই হোয়াইট ফাঙ্গাস। তবে এই ছত্রাক নিয়ে আরও গবেষনার প্রয়োজন । কারণ কোভিড পরিস্থিতি আইসিইউতে বা মারাত্মক শ্বাসকষ্টের রোগীদের চিকিত্সার প্রয়োজনে স্টেরয়েড দিতেই হয়। সেই সময় এই মারণ ছত্রাকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। করোনা থেকে সেরে উঠলেও এই ফাঙ্গাল ইনফেকশনের বাড়বাড়ন্তে, উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন: করোনাকালে ফুসফুস কতটা সুস্থ, ঘরে বসে বুঝবেন কীভাবে?
ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে কতটা পার্থক্য
কোভিড থেকে সুস্থ হয়ে ওটার পর শরীরে যে বিরল ও মারাত্মক ছত্রাকে সংক্রমণ হয়, তাকে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইসিস বলে। মাটি, বৃক্ষ, জৈব ও রাসায়নিক সার, পচে যাওয়া ফল, সবজি থেকে এই ছত্রাক ছড়িয়ে পড়ে। এই সংক্রমণের ফলে সাইনাস, মস্তিষ্কে ও ফুসফুসে সমস্যা দেখা যায়।
অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও আরও মারাত্মক এই হোয়াইট ছত্রাক। ফুসফুস তো বটেই, কিডনি, লিভার, পেট, মস্তিষ্ক, ত্বক, নখ. চোখ ও গোপনাঙ্গে ক্ষতি সৃষ্টি করে। তবে এই বিরল ছত্রাক সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশিত হয়নি।