করোনা এয়ারবোর্ন! তাহলে বার বার হাত ধুয়ে ফেলার নিয়মে বদল আসছে?

aryama das |

May 05, 2021 | 9:28 PM

এক বছর পেরিয়ে গেলেও মানুষ তা থেকে কী শিক্ষা নিয়েছে তা প্রশ্নাতীত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের অক্টোবরেই ঘোষণা করেছিল, করোনাভাইরাস বায়ুবাহিত।

করোনা এয়ারবোর্ন! তাহলে বার বার হাত ধুয়ে ফেলার নিয়মে বদল আসছে?
ছবিটি প্রতীকী

Follow Us

বিদেশের বহু বিজ্ঞানীরা জানিয়েছিলেন ও বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছিল, কোভিড যে এয়ারবোর্ন, তার প্রমাণ পাওয়া গিয়েছে। ১০০ শাতংশ নিশ্চিত না হলেও বাতাসের মাধ্যমে যে এই মারণভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে আগে এতটা জোড় দিয়ে বলা যাচ্ছিল না। করোণার জীবাণু ছড়ানোর জন্য মানুষ বা প্রাণীর পাশাপাশি অনেকটা দায়ী শুধু বাতাসই। তাই ঘরের ভিতর ও বায়ুচলাচল করতে পারে না এমন বদ্ধ জায়গায় বেশি করে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে করোনার নিয়মবিধি প্রকাশ করেছে। তাতে লেখা রয়েছে, বর্তমান পরিস্থিতি যা তাতে ভাইরাসগুলি সাধরণত ১ মিটারের ব্যবধানেই একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ছে। ভাইরাসগুলি সরাসরি চোখ, নাক, মুখের সংস্পর্শে এসে সংক্রামিত করছে। ভিড় বা জমায়েত দীর্ঘ সময় ধরে থাকলে সেখানে সংক্রমণের আশঙ্কা থাকছেই। নয়া রূপ ধারণ করার পর থেকেই নানা রকম ভেল্কি দেখাতে শুরু করেছে এই মারণ ভাইরাস। শারীরিক দূরত্ব ও মাস্ক পরা আবশ্যিক তো বটেই, ঘরের ভিতরও মাস্ক পরার বিধি চালু করার নির্দেশ দিয়েছে হু। বায়ুবাহিত হওয়ার ১০০ শতাংশ প্রমাণ পাওয়া গেলে বদলাতে পারে মাস্ক পরার ধরণ। কোভিড ১৯ বায়ুবাহিত , তা প্রমাণ মিললেও এখনও তার জন্য কড়া নিয়ম চালু করা হয়নি। তবে জেনে নিন, বায়ুবাহিত হওয়ায় ঘুমানো ছাড়া সবসময় মাস্ক পরার বিধি-নিয়ম পালন করতে হতে পারে।  তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় এমনও বিধি হতে পারে যে, করোনা থেকে বাঁচতে ঘুমানোর সময়ও পরতে হতে পারে মাস্ক।

ভারত-সহ বিশ্বের বহু দেশেই আংশিক লকডাউনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাস বায়ুবাহিত বলে অনেকেই মনে করতে পারেন, বায়ুবাহিত হওয়ায় বার বার হাত ধুয়ে ফেলা কী যুক্তিযোগ্য! এই ভুলটা যেন না করেন। বায়ুবাহিত বলে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার নিয়ম ভাঙবেন না। বাইরে থেকে এসে হাত না ধুয়ে মাস্কে হাত দেবেন না। কোনও জমায়েতে প্রবেশ না করাই ভাল। বাড়িতে থাকলেও মাস্ক পরে থাকুন। শিশুদেরও মাস্ক পরার নিয়ম বুঝিয়ে দিন। দরকার না পড়লে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এছাড়া বার বার হাত ধোয়ার ফলে হাতে লেগে তাকা জীবাণু ধুয়ে সাফ হয়ে যায়। ফলে জামা-কাপড়, মাস্ক কিংবা অন্যান্য কাজে হাত লাগাতে পারবেন। করোনা বায়ুবাহিত হওয়ায় গোটা বিশ্ববাসীকে আরও সংযত ও সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে হু। কনসার্ট, মুভি স্ক্রিনিং, সিনেমা হল এইসব ফের বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। কোভিড ১৯ বায়ুবাহিত হওয়ায় ইন্ডোর উইন্ডো খুলে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।

Next Article