World Autism Awerness Day: অটিজ়মের প্রতীকী রঙ নীল কেন, জানেন?

aryama das |

Apr 03, 2021 | 10:51 AM

অটিজম কোন স্নায়বিক রোগ নয়। মস্তিষ্কে সঠিকভাবে বিকাশ না হওয়ায় এই রোগে আক্রান্ত শিশুরা একঘেয়ে রুটিনে অভ্যস্ত হতে পারে না, ঘনিষ্ঠ ছাড়া অন্য কারোর সঙ্গে মেলামেশা করতে পারে না।

World Autism Awerness Day: অটিজ়মের প্রতীকী রঙ নীল কেন, জানেন?
ছবিটি প্রতীকী

Follow Us

অটিজ়ম স্পেকট্রাম ডিসঅডার (Autism Spectrum Disorder), এই রোগের নাম বর্তমানে অচেনা নয়। দিন দিন শিশুদের মধ্যে অটিজ়মের মতো মস্তিত্বজনিত রোগ বেড়েই চলেছে। প্রতিবছরের মতো শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব অটিজ়ম সচেতন দিবস। এইদিন থেকে শুরু করে গোটা এপ্রিল মাস জুড়েই এই সচেতনতার বার্তা পোঁছে দেওয়া হয় সারা বিশ্বের কোণায় কোণায়। কিন্তু এখনও পর্যন্ত অটিজ়ম নিয়ে মানুষের মনে অন্য ধারণা রয়ে গিয়েছে। শুধু গ্রামাঞ্চলেই নয়, মেগাসিটির বাসিন্দারাও মনে করেন, শিশুরা আদতে স্নায়বিক কারণে অসুস্থ। কিন্তু আদতে তা নয়। আর এই ভুলধারণাকেই ভাঙতে ও অটিজ়ম আক্রান্ত শিশুদের  অন্য পাঁচ শিশুর মতোই স্নেহ-ভালবাসা দিয়ে মানুষ হিসেবে চেনাতে, তাঁদের পাশে দাঁড়াতে “Go Blue for Autism” নামক ক্যাম্পেন চালু করা হয়েছে সারা বিশ্বে।

নীল রং-কেই কেন বাছা হল…

২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ এপ্রিলে অটিজ়ম অ্যাওয়ারনেস দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সাল থেকে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। এবছর গোয়ায় এই দিনটি উপলক্ষে গো ব্লু ক্যাম্পেনের ( Go Blue Campaign) আয়োজন করেছে সেতু সেন্টার ফর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি গাইডেন্স (Sethu Centre for Child Development and Family Guidance)। অটিজ়মে আক্রান্ত শিশু জন্মানোর পরই ভেঙে পড়েন অভিভাবকরাই। বিদেশের পাশাপাশি ভারতেও ক্রমশ অটিস্টিক শিশুর সংখ্যা বাড়ছে। অটিজ়ম আসলে এমন একটি রোগ, যা শিশুর মস্তিস্কে বিকাশ ঘটাতে সক্ষম হয় না। নানান প্রতিবন্ধকতার মধ্য়ে দিয়েই তৈরি হয় নিষ্পাপ শিশুদের জীবন-লড়াই। তবে অটিস্টিক শিশুদের উপসর্গগুলি আঁচ করার পরই যদি চিকিত্‍সকের পরামর্শে চিকিত্‍সা শুরু করা যায় তাহলে এই জটিল রোগকে জয় করে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে তাঁরা। আর এমন উদাহরণ গোটা দুনিয়ায় ভুরি-ভুরি পাওয়া যাবে। অটিজ়মকে জয় করে বিশ্ব কাঁপিয়েছেন এমন তারকার সংখ্যাও কম নয়। নীল রঙের প্রতীকী পাজল পিস অটিজ়মের সাধারণ প্রতীক। এর মাধ্যমে সমাজের কাছে এক অনন্য বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। ব্যস্ততার মধ্যেও আলাদা করে অটিস্টিকদের চেনাতে ও তাঁদের পাশে দাঁড়ানোর জন্য এই শান্তির প্রতীককেই বেছে নেওয়া হয়েছে। নীল রঙ এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতীকী রঙের মাধ্যমে নানা রঙের ধাঁধাঁর মধ্যেও প্রাণের ছোঁয়া দেওয়ার একটি অনন্য প্রচেষ্টা।

অটিজমের(Autism) প্রতীক হিসেবে নীল রঙকে বেছে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেনকে সামনে রেখে ব্যবহার করা হচ্ছে #LightItUpBlueSethu। এই ক্যাম্পেনে অংশগ্রহণকারীরা প্রতীক রঙের ছোঁয়ায় সচেতনতার বার্তা দিয়ে থাকেন। কীভাবে? অটিজ়মের প্রতীকী রঙ দিয়ে গোটা বাড়ি রঙ করে, নীলরঙা কাপকেক তৈরি করে শিশু ও সাধারণ মানুষের মধ্যে বিলি করা, নীল রঙ ঘেরা কোনও জায়গায় যোগাসন করা, নীল পানীয় তৈরি করে বিলি করা- এই সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্যবহার করেন অংশগ্রহণকারীরা। শুধু অংশগ্রহণকারীরাই নন, নীল রঙের টিশার্ট পড়েও এই সচেতনতার বার্তা পোঁছে দেন বহু মানুষ। অটিজ়মে আক্রান্ত শিশুরা যাতে সাধারণ জীবন উপভোগ করতে পারে, তার একটা সুনিশ্চিত পৃথিবী গড়ে তোলার জন্য আমরা এই ছোট্ট চেষ্টা করতেই পারি।

Next Article