Nail biting: দাঁত দিয়ে নখ কাটেন? তাহলে আপনিও এই মারাত্মক রোগে আক্রান্ত

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 20, 2022 | 8:00 AM

How to stop biting your nails: নিয়মিত ভাবে নখ খেলে চামড়া ও নখের রং বদলে যায়। পরাশাপাশি ছত্রাক সংক্রমণের সম্ভাবনাও থেকে যায়

1 / 5
অনেকেই দাঁত দিয়ে নখ কাটেন। বার বার বলার পরও কিছুতেই সেই অভ্যাস দূর হচ্ছে না। শুধু তাই নয়। নখের চারপাশে চামড়া কাটার বদঅভ্যাস অনেকেরই থাকে।

অনেকেই দাঁত দিয়ে নখ কাটেন। বার বার বলার পরও কিছুতেই সেই অভ্যাস দূর হচ্ছে না। শুধু তাই নয়। নখের চারপাশে চামড়া কাটার বদঅভ্যাস অনেকেরই থাকে।

2 / 5
আসলে মানুষ অজান্তেই দাঁত দিয়ে নখ কাটেন। বিশেষত কোনও চিন্তার মধ্যে থাকলে এই সমস্যা বেশি হয়। রোগটির নাম ডার্মাটোফ্যাগিয়া। সাধারণত প্রতি ৭ জনে ২ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে, অনেকসময় আক্রান্তরা নিজেরাও বোঝেন না যে তাঁরা ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত।

আসলে মানুষ অজান্তেই দাঁত দিয়ে নখ কাটেন। বিশেষত কোনও চিন্তার মধ্যে থাকলে এই সমস্যা বেশি হয়। রোগটির নাম ডার্মাটোফ্যাগিয়া। সাধারণত প্রতি ৭ জনে ২ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে, অনেকসময় আক্রান্তরা নিজেরাও বোঝেন না যে তাঁরা ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত।

3 / 5
অতিরিক্ত মানসিক চাপ বা মনের উপর নিয়ন্ত্রণ না থাকলেই এই সমস্যা বেশি হয়। চামড়া ছিঁড়তে ছিঁড়তে রক্ত বেরিয়ে গেলেও খেয়াল থাকে না। এই রোগে আক্রান্তদের আরও কিছু উপসর্গ থাকে

অতিরিক্ত মানসিক চাপ বা মনের উপর নিয়ন্ত্রণ না থাকলেই এই সমস্যা বেশি হয়। চামড়া ছিঁড়তে ছিঁড়তে রক্ত বেরিয়ে গেলেও খেয়াল থাকে না। এই রোগে আক্রান্তদের আরও কিছু উপসর্গ থাকে

4 / 5
সারাক্ষণ নখের চারপাশের ডামড়া কাটতে থাকেন। সেই সঙ্গে দাঁত দিয়ে নখ কাটা তো থাকেই। এছাড়াও অনেকে পায়ের চামড়া খেয়ে ফেলেন।

সারাক্ষণ নখের চারপাশের ডামড়া কাটতে থাকেন। সেই সঙ্গে দাঁত দিয়ে নখ কাটা তো থাকেই। এছাড়াও অনেকে পায়ের চামড়া খেয়ে ফেলেন।

5 / 5
শুধু নখের পাশের নয়, আঙুলের জয়েন্ট বা হাতের তালুর বা পায়ের গোড়ালির ফাটা চামড়া খেতেও দেখা যায় এদের। পরবর্তীতে হাতে পায়ে ঘা হয়ে যায়। সেই সঙ্গে ক্ষতস্থানে জীবানুও আক্রমণ করে।

শুধু নখের পাশের নয়, আঙুলের জয়েন্ট বা হাতের তালুর বা পায়ের গোড়ালির ফাটা চামড়া খেতেও দেখা যায় এদের। পরবর্তীতে হাতে পায়ে ঘা হয়ে যায়। সেই সঙ্গে ক্ষতস্থানে জীবানুও আক্রমণ করে।

Next Photo Gallery