Lunar Eclipse Horoscope: চন্দ্রগ্রহণের পরই বিরাট বদল রাহু-কেতু-শনির! ৩ পাপী গ্রহের কৃপায় সৌভাগ্য ফিরবে ৬ রাশির

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 26, 2023 | 4:41 PM

Zodiac Signs: এ বছর কালের নিয়মে চন্দ্রগ্রহণের দিন পালিত বলে বাঙালির কোজাগরী লক্ষ্মী পুজোও। ফলে ওই দিনটি যে বিশেষ, তা বলার অপেক্ষা রাখে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। তাই এদিন প্রতিটি রাশির জীবনের উপর নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়তে চলেছে।

Lunar Eclipse Horoscope: চন্দ্রগ্রহণের পরই বিরাট বদল রাহু-কেতু-শনির! ৩ পাপী গ্রহের কৃপায় সৌভাগ্য ফিরবে ৬ রাশির
ছবিটি প্রতীকী

Follow Us

জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য বা চন্দ্রগ্রহণ, যে কোনও ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ বছর শেষ  ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ পালিত হবে আগামী ২৯ অক্টোবর। শুধু তাই নয়, এ বছর কালের নিয়মে চন্দ্রগ্রহণের দিন পালিত বলে বাঙালির কোজাগরী লক্ষ্মী পুজোও। ফলে ওই দিনটি যে বিশেষ, তা বলার অপেক্ষা রাখে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। তাই এদিন প্রতিটি রাশির জীবনের উপর নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। চন্দ্রগ্রহণের পরের দিনই রাহু-কেতুও রাশি পরিবর্তন করতে চলেছে। শুধু তাই নয়, ৪ নভেম্বর শনি সরাসরি গমন করতে চলেছে। পাশাপাশি চন্দ্রগ্রহণের পর রাহু-কেতু ও শনির গতিবিধি বদলে যাবে। আর এমন ঘটনা সত্যিই বিরল হতে চলেছে।

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট বদল আসতে চলেছে। এই সময় থেকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে পারেন। ব্যবসায় আয় বৃদ্ধি হবে। আয়ের উৎস বাড়বে অনেকটা। পরিবারের মধ্যে  ঐক্যতা বজায় থাকবে। রাহু-কেতুর রাশি পরিবর্তনের কারণেএই রাশির জাতক-জাতিকারা গুরু চন্ডাল দোষ থেকে স্বস্তি পেতে পারেন।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যবসায় দারুণ সাফল্য পাবেন। আটকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া কাজ শেষ হবে এই সময়। শনির মহাদশা ও ধাইয়ার সময় নিজের উপর নিয়ন্ত্রণ বজায় করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময়, এই রাশির জাতকদের প্রবীণ বা বিশিষ্টদের পরামর্শ নিতে হবে।

সিংহ রাশি: রাহু-কেতুর রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতকরা অনেক সুবিধা পাবেন। ভাগ্য আপনার সহায় হবে এবং ব্যবসা বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা পদোন্নতি পাবেন। সব নষ্ট কাজ সংশোধন করা হবে.

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে মধুরতা থাকবে। প্রচুর বৃদ্ধি হবে ও সম্পদ লাভের সম্ভাবনা থাকবে। বিবাহিতদের জন্য আপনার জন্য একটি সম্পর্ক আসতে পারে।

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। পুরনো বিনিয়োগে  বেশ কিছু সুবিধা পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। যে কোনও প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আশাতীত ফলাফল পেতে পারে। এই রাশির জাতকরাও বিদেশ ভ্রমণে যেতে পারেন।

মকর রাশি: এই রাশির জাতকরাও লাভবান হবেন অনেক। এই রাশির জাতকরা শনিদেবের কৃপায় আচমকা অর্থপ্রাপ্তি পেতে পারেন। দীর্ঘদিন  ধরে পাওনা টাকা হাতে আসতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি হবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

Next Article