নতুন বছরের শুরুতেই বেশ কিছু কাজ করলে সারা বছর আর আফসোস করতে হবে না। কারণ, আগামী দিন যাতে সুখে-শান্তিতে থাকতে এখন থেকেই বেশ কিছু প্রতিকার মেনে চলা উচিত। জ্যোতিষশাস্ত্র মতে, জীবনে সব সমস্যা থেকে মুক্তি পেতে কিছু কাজ এখন থেকেই শুরু করা উচিত। আর মাত্র কয়েকটি দিন বাকি। ২০২৪ সালের অবসান হতেই শুরু হবে ২০২৫ সাল। তাই নতুন বছর যাতে খুব ভাল ভাবে কাটে, তার জন্য মন্দিরে ও বাড়িতে পুজোর মত শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী বছরে সুখী থাকতে বেশ কিছু কাজ আজ থেকেই শুরু করুন।
নতুন বছরের শুরুর আগেই বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা দরকার। সেদিকেই খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে সদর দরজা পরিষ্কার ও গুছিয়ে রাখুন। এতে ঘরের মধ্যে পজিটিভ শক্তির প্রবেশ ঘটে। এছাড়া বাড়ির মূল দরজার সামনে স্বস্তিক প্রতীক তৈরি করলে আরও শুভ ফল পেতে পারেন। লক্ষ্মীর কৃপায় সংসারে প্রবেশ করবে সুখ-শান্তি, সমৃদ্ধি, ধনসম্পত্তি। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।
নতুন বছর শুরু হওয়ার আগে , উন্নতির শিখরে থাকতে বাড়ি বা দোকান থেকে সব অপ্রয়োজনীয় আবর্জনা, ভাঙা মূর্তি, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, ভেঙে যাওয়া আয়না ও নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স জিনিসপত্র ফেলে দেওয়া উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, উপরের জিনিসগুলি বাড়িতে রেখে দিলে যে কোনও কাজে বা উন্নতিতে বাধা তৈরি হয়। সমস্যা যেন পিছুই ছাড়তে চায় না। বাড়িতে নেগিটিভিটি প্রবেশ ঘটে। যার ফলে পরিবারের মধ্যে অশান্তি, অসুখ-বিসুখ লেগেই থাকে।
হিন্দু ধর্মে, ভগবান গণেশকে বাধাবিঘ্নকারীও বলা হয়। বাড়ির মূল প্রবেশদ্বারে গণেশের মূর্তি বা ছবি রেখে নতুন বছর শুরু করুন। এতে করে গোটা পরিবার যেমন শুভ ফল লাভ করে, তেমনি আগামী বছর সুখে ভরপুর করে রাখবে।