Health Problem: বদহজমের সমস্যা লেগেই থাকে? আপনি কর্কট রাশির জাতক নন তো!

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 17, 2023 | 7:07 AM

Zodiac Signs: অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহ, নক্ষত্রের কারণে শরীরে নানা জটিলতা বাড়ে। তবে, প্রত্যেকটা রাশির মধ্যে কিছু নির্দিষ্ট শারীরিক অসুস্থতা দেখা দেয়।

Health Problem: বদহজমের সমস্যা লেগেই থাকে? আপনি কর্কট রাশির জাতক নন তো!

Follow Us

আপনার রাশি আপনার সম্পর্কে এমন অনেক কথা বলে দিতে পারে, যা হয়তো আপনি নিজেও জানেন না। রাশির মাধ্যমে একজন ব্যক্তির দোষ, গুণ, চরিত্র সব কিছু বোঝা। এমনকী জীবনে কী ঘটতে চলেছে তারও আভাষ পাওয়া যায় রাশির মাধ্যমে। এই যেমন ধরুন, আপনি ঘন ঘন সর্দি-কাশির সমস্যায় ভোগেন। এটা কিন্তু আপনার ইমিউনিটি দুর্বল শুধু সে কারণে নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহ, নক্ষত্রের কারণে এমনটা ঘটে। জ্যোতিষশাস্ত্রের মতে, আমাদের শরীরের প্রতিটি অঙ্গে কোনও না-কোনও গ্রহের প্রভাব রয়েছে। তবে, প্রত্যেকটা রাশির মধ্যে কিছু নির্দিষ্ট শারীরিক অসুস্থতা দেখা দেয়। আপনিও আপনার রাশি মিলিয়ে দেখে নিতে পারেন সেগুলো কী…

মেষ রাশি- মেষ রাশির জাতক কিংবা জাতিকারা ঘন ঘন মাথাব্যথার সমস্যায় ভোগেন। যদিও এক্ষেত্রে তাঁদের স্বভাব দায়ী। মাথা গরম করে ফেললে এঁদের মধ্যে মাথার যন্ত্রণা বাড়ে। তাই মেষ রাশির জাতকেরা যদি নিজেদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে উপকারী হবেন।

বৃষ রাশি- আপনি লক্ষ্য করে দেখবেন, বৃষ রাশির জাতক কিংবা জাতিকারা সারাক্ষণ আদা চিবোচ্ছে কিংবা কাড়া পান করছে। তার কারণ, এঁরা ঘন ঘন গলার সংক্রমণে ভোগেন। এঁদের গলার সমস্যা সহজে পিছু ছাড়ে না।

মিথুন রাশি- এই রাশির ব্যক্তিদের রোগ প্রতিরোধের ক্ষমতা খুবই দুর্বল হয়। এর ফলে এঁদের শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।

কর্কট রাশি- কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে বদহজমের সমস্যা মারাত্মকভাবে দেখা যায়। বিশেষত, মানসিক চাপের কারণে এটা হয়। তাঁরা তাঁদের অনুভূতি সম্পর্কে যতটা জোর গলায় বলতে পারে, ততই এঁদের অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে।

সিংহ রাশি- সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা বড় হৃদয়ের অধিকারী হন। ফলে সহজেই দুঃখ পান। আর এটা তাঁদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই এই রাশির ব্যক্তিদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়।

কন্যা রাশি- কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে আলসারের ঝুঁকি খুব বেশি। এই রাশির ব্যক্তিরা সবসময় দৌড়াদৌড়ি করে এবং অতিরিক্ত কাজ করে। বিশ্রামের অভাব এঁদের মধ্যে শারীরিক জটিলতা তৈরি করে।

তুলা রাশি- পুষ্টির অভাব কিংবা খাদ্যের প্রভাবে তুলা রাশির ব্যক্তিদের কিডনি বা মূত্রাশয়ে নানা সমস্যা দেখা দেয়। আপনিও যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

বৃশ্চিক রাশি- কম জল পানের কারণে শরীরে ডিহাইড্রেশনের লক্ষণগুলো প্রকাশ পায়। এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগের ঝুঁকি বাড়ে। আর এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যে।

ধনু রাশি- ধনু রাশির ব্যক্তিরা প্রায়শই পিঠে ব্যথা, কোমরে ব্যথার সমস্যায় ভোগেন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা এবং ব্যায়াম না করার কারণে এঁদের মধ্যে এই সমস্যা জোরাল হয়।

মকর রাশি- মকর রাশির চিহ্ন হয় সূর্য। সুতরাং, এঁদের হাড়ের যত্ন নেওয়া জরুরি। মকর রাশির ব্যক্তিদের মধ্যে হাড় সংক্রান্ত জটিলতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়।

কুম্ভ রাশি- ঘন ঘন হাতে, পায়ে চোট পান? আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হবেন। এই রাশির ব্যক্তিদের হাতে, পায়ে আঘাত পাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

মীন রাশি- দুর্বল রোগ প্রতিরোধের ক্ষমতা হওয়ার কারণে মীন রাশির ব্যক্তিরা ঘন ঘন জ্বর, সর্দি-কাশির সমস্যায় ভোগেন। আপনি যদি মীন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে প্রথম থেকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুন।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)

Next Article