Diwali Zodiac Signs: দিওয়ালির আগে চাঙ্গা হচ্ছে শুক্র! ৩ রাশির ভাগ্যে আসবে সম্পদ ও সমৃদ্ধির বন্যা

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 31, 2023 | 6:09 PM

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ও পরে সমস্ত গ্রহ সময়ে সময়ে রাশি পরিবর্তন করে থাকে। একটি গ্রহ রাশি বদল করার প্রভাব পড়ে গোটা বিশ্বের উপর। শুধু তাই নয়, প্রত্যেক রাশির জাতক-াতিকাদের উপরও সেই প্রভাব পড়ে থাকে।

Diwali Zodiac Signs: দিওয়ালির আগে চাঙ্গা হচ্ছে শুক্র! ৩ রাশির ভাগ্যে আসবে সম্পদ ও সমৃদ্ধির বন্যা

Follow Us

লক্ষ্মী পুজোর পরে আছে আরও উত্‍সব। ধনতেরাস, ভূতচতুর্দশী, কালীপুজো, দিওয়ালি… পর পর উত্‍সবের মেলা। উত্‍সব মানেই শুভ সময়ের আগমন। তাই এই সময় কার ভাগ্যে কী রয়েছে, তা জানার একটা আলাদ কৌতূহল রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ও পরে সমস্ত গ্রহ সময়ে সময়ে রাশি পরিবর্তন করে থাকে। একটি গ্রহ রাশি বদল করার প্রভাব পড়ে গোটা বিশ্বের উপর। শুধু তাই নয়, প্রত্যেক রাশির জাতক-াতিকাদের উপরও সেই প্রভাব পড়ে থাকে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, দিওয়ালির আগেই সম্পদ, সমৃদ্ধি ও আকর্ষণের গুরুদেব শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছেন। কালীপুজোর আগে, শুক্র কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। শুক্রের রাশি বদলের জেরে অন্যান্য রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষ অনুসারে, আগামী ৩ নভেম্বর ভোর ৪টে ৫৮ মিনিটে শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এর জেরে তিন রাশির ভাগ্য সোনার মত উজ্জ্বল হবে।

কর্কট রাশি: শুক্রের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতকদের জন্য বিরাট বদল আসতে চলেছে। শুক্র তার রাশিচক্রের তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে, যার সাহায্যে কর্কট রাশির জাতক-জাতিকারা জীবনে সুখ ও উন্নতি লাভ করবেন। কাজের পরিধি ও সম্মান বৃদ্ধি পাবে। অসম্পূর্ণ কাজ সমাপ্ত হতে হবে। চাকরিতে পরিবর্তন আসতে পারে।

কন্যা রাশি: শুক্রের গমন কন্যা রাশির জাতকদের জন্য নতুন চাকরির সুযোগ দেবে। ভাগ্য পাশে থাকবে। ব্যবসায় আয় বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র গ্রহের অবস্থানও বেশ ভাল হতে চলেছে। চাকরিতে সাফল্য হতে পারেন। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। প্রচুর আয়ের অনেক পথ খুলে দেবে।

Next Article