January Horoscope 2024: বছরের প্রথম মাসেই বুধাদিত্য-সহ ৩ গ্রহের গতি বদল! হিরের মতো চমকাবে ৫ রাশির ভাগ্য

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 28, 2023 | 2:12 PM

Zodiac Signs: জ্যোতিষীদের মতে, আগামী ৭ জানুয়ারি, রাত সাড়ে ৯টা থেকে ধনু রাশিতে প্রবেশ করবে বুধগ্রহ। এছাড়া ধনু রাশিতে সূর্যের অবস্থান হওয়া তৈরি হচ্ছে শুভ বুধাদিত্য যোগ। গ্রহের রাজা সবর্যদেব ১৫ জানুয়ারিতে ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে। তারপরেই শেষ এই শুভ যোগ।

January Horoscope 2024: বছরের প্রথম মাসেই বুধাদিত্য-সহ ৩ গ্রহের গতি বদল! হিরের মতো চমকাবে ৫ রাশির ভাগ্য

Follow Us

নতুন বছরের গোড়াতেই গ্রহ-নক্ষত্রের বিরাট গতি বদল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জানুয়ারি মাসে সূর্য, বুধ ও শুক্রের রাশি বদল হতে চলেছে। এই তিন বিরাট গ্রহের গমনের কারণে ৫ রাশির জাতক-জাতিকার ভাগ্য হিরের মতো জ্বল জ্বল করবে। সম্পদ ও খ্যাতি বিস্তার হবে এই মাসেই। জ্যোতিষীদের মতে, আগামী ৭ জানুয়ারি, রাত সাড়ে ৯টা থেকে ধনু রাশিতে প্রবেশ করবে বুধগ্রহ। এছাড়া ধনু রাশিতে সূর্যের অবস্থান হওয়া তৈরি হচ্ছে শুভ বুধাদিত্য যোগ। গ্রহের রাজা সবর্যদেব ১৫ জানুয়ারিতে ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে। তারপরেই শেষ এই শুভ যোগ। এছাড়া আগামী ১৮ জানুয়ারি, ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। ২০২৪ সালের জানুয়ারিতে বুধ, সূর্য এবং শুক্র গ্রহের কারণে কোন ৫ রাশির চিহ্নের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, আপনার রাশি এতে রয়েছে কিনা, দেখে নিন এখানে…

মেষ রাশি: নতুন বছরের শুরুতে বুধ, সূর্য ও শুক্রের রাশি পরিবর্তনের জেরে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা শুভ ঘটনা ঘটবে। এ মাসে অর্থ বিনিয়োগ করা আপনার জন্য সেরা সময় হতে চলেছে। যে শুভ কাজই করুন না কেন, তাতে আপনি সাফল্য পাবেন। এই সময়ে সম্পদ বৃদ্ধি পাবে আপনার। আর্থিক পরিস্থিতিও শক্তিশালী থাকবে। সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে। কর্মজীবনে উন্নতির সুযোগ বৃদ্ধি পাবে।

বৃষ রাশি: জানুয়ারিতে গ্রহের গতি বদলে আর্থিক লাভের পাশাপাশি নতুন গাড়ি ও নতুন গাড়ি কেনার সুখ ভোগ করতে পারবেন। প্রেম জীবনে রোমান্স বাড়বে, অন্যদিকে বিবাহিতদের জীবনও সুখ বৃদ্ধি হবে। নতুন সঙ্গী খুঁজে পাবেন সিঙ্গলরা। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও আয় বৃদ্ধি, লাভও হবে আপনার।

কন্যা রাশি: জানুয়ারি মাসে এই রাশির জাতক-জাতিকারা বুধ ও শুক্রের আশীর্বাদ পেতে পারেন কারণ আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, সামাজিক কাজেও যুক্ত হবেন আপনি। কর্মক্ষেত্রে বসদের খুশি করে পদ ও চাকরি বাঁচাতে পারবেন। সুনামও বাড়বে আপনার। নতুন কোনও কাজ করতে চাইলে এই সময় অনুকূল থাকবে।

বৃশ্চিক রাশি: ২০২৪ সালের জানুয়ারিতে তিনটি বড় গ্রহ বুধ, সূর্য এবং শুক্রের রাশি পরিবর্তনের কারণে জীবনে অর্থের কোনও অভাব হবে না। একাধিক আয়ের  আর্থিক অবস্থা আগের থেকে অনেক বেশি উন্নতি ঘটবে। এই সময়ের মধ্যে বিনিয়োগ ভবিষ্যতে ভাল লাভ করতে পারবেন। কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন। পারিবারিক জীবন সুখ বৃদ্ধি হবে এই সময়।

মকর রাশি: বিদেশ যাওয়ার স্বপ্ন জানুয়ারিতে পূরণ হতে পারে আপনার।এই সময় কাজে সাফল্য পাবেন। তবে সব কাজ করার আগে সতর্ক থাকতে হবে আপনাকে। সদ্য বিবাহিতদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মিষ্টতা বজায় থাকবে। আগের থেকে অনেক বেশি টাকা সঞ্চয় করতে সফল হবেন।

 

রাশিফলের আরও খবর পড়তে ক্লিক করুন

Next Article