বাংলা ক্যালেন্ডার অনুসারে শুরু হয়েছে শ্রাবণ মাস। শুধু শ্রাবণ মাস বললে ভুল হবে, কাকতালীয় ভাবে একই দিন থেকে পালিত হচ্ছে পুরুষোত্তম মাস। শ্রাবণ মাস মানেই শিবের মাস। এই সময় থেকে ভক্তরা বিশেষভাবে শিবের উপাসনা ও উপবাস রাখতে শুরু করেন। তবে মলমাস শুরু হওয়ায় শিবের পাশাপাশি বিষ্ণুদেবেরও পুজো করা হয়। শ্রাবণ মাসে নিয়ম মেনে যেমন ভগবান শিবের উপাসনা করা হয়, তেমনি বিষ্ণুকেও বিশেষ পদ্ধতে পুজো করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার সাধারণত ভগবান বিষ্ণুকেও উত্সর্গ করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে শ্রীহরি ও মহাদেবের ডবল কৃপায় ভাগ্য পরিপূর্ণতা পাবে মাত্র ৩ রাশির জাতক-জাতিকারা। তাই এদিন দুই দেবতার আশীর্বাদে পূর্ণতা পাবে কোন কোন রাশি, তা জেনে নিন এখানে…
কর্কট রাশি: অসুস্থ ব্যক্তিরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এই সময়। এছাড়া আর্থিক সঙ্কটের মুখোমুখি পড়লে তা শীঘ্রই লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বসের নির্দেশ অমান্য করলে কোনও ভুল করবেন না। ঘরোয়া পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য স্ত্রী ও পরিবারের সমর্থন পাবেন। বেশ কয়েকজন মিলে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
বৃশ্চিক রাশি: আর্থিকভাবে আগের থেকে অনেক ভালো অবস্থানে থাকবেন। খাদ্য নিয়ন্ত্রণ করে সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন আপনি। চাকরি করেন যারা তারা বেশ কিছু সুবিধা পেতে পারেন। পরিবারের একজন সদস্য সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করবেন। সম্পত্তি সংক্রান্ত যে কোনও সমস্যা পারস্পরিক প্রচেষ্টায় সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা হবে।
কুম্ভ রাশি: কোনও বন্ধু বা আত্মীয় আর্থিকভাবে সাহায্য করতে পারেন। সুষম খাদ্য ও সক্রিয় জীবনযাপন যাত্রা মেনে চললে স্বাস্থ্য থাকবে স্বাভাবিক। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। বিবাহযোগ্য়রা পজিটিভ ইঙ্গিত পাবেন এই সময়। কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন। প্রিয়জনকে সঙ্গী করে ভ্রমণ করতে পারেন। নয়া কোনও চুক্তিতে সই করতে গেলে প্রথমে বিশিষ্টদের সঙ্গে কথা বলতে পারেন।