Love Horoscope: ২০২২ সালের জানুয়ারিতে কোন রাশি ভাসবে প্রেমের জোয়ারে? কারা খাবে ধোঁকা?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 01, 2022 | 7:08 AM

horoscope January: প্রেম খারাপ না মন্দ সেই তর্কে গিয়ে লাভ নেই। কারণ প্রেম মানেই উত্থান আর পতন! প্রেম একটা অভিজ্ঞতা। যতক্ষণ থাকে, সেই প্রতিটি ক্ষণ থেকেই যেন ঝরে পড়ে মধু।

Love Horoscope: ২০২২ সালের জানুয়ারিতে কোন রাশি ভাসবে প্রেমের জোয়ারে? কারা খাবে ধোঁকা?

Follow Us

প্রেম খারাপ না মন্দ সেই তর্কে গিয়ে লাভ নেই। কারণ প্রেম মানেই উত্থান আর পতন! প্রেম একটা অভিজ্ঞতা। যতক্ষণ থাকে, সেই প্রতিটি ক্ষণ থেকেই যেন ঝরে পড়ে মধু। প্রশ্ন হল জানুয়ারি মাস কি আনবে সম্পর্কের জন্য সুখবর? কী বলছে ট্যারট কার্ড রিডিং? কোন রাশি এবার মজে যাবে প্রেমে? কারা খাবে ছেঁকা? দেখা যাক—


সম্পর্ক টিকিয়ে রাখতে হলে নতুন বছরের জানুয়ারি বেশ কিছু বিষয় নিয়ে পরিকল্পনা করে এগতে হবে। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে সংশয় থাকলে বাকিদের মত জানতে দ্বিধা করলে চলবে না।


এই মাসে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে দারুণ একটা সময় কাটতে চলেছে। আপনার সম্পর্কের সবকিছুই খুব সুখপ্রদ আর নিখুঁত হবে। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্কের উষ্ণতা বাকিদেরও নজরে আসবে।


খুব সাবধান। খুব ব্যক্তিগত কোনও বিষয় প্রকাশ পেতে পারে চলতি মাসে। সেই ব্যক্তিগত বিষয় সম্পর্কে বাড়িয়ে দিতে পারে টেনশন! সমস্যা হল খুব পুরনো কোনও একটি ঘটনা হয়ে দাঁড়াতে পারে আলোচনার বিষয় যে ব্যাপারে আপনি আগে কখনও কথা বলেননি।


সম্পর্কে নিয়ন্ত্রণ ফিরে পেতে আপনি সব ধরনের উপায় অবলম্বন করতে পারেন। তবে তার জন্য আপনাকে সমস্ত খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে হবে। তবেই সম্পর্কের রাশ থাকবে আপনার হাতে।


পুরনো কোনও সমস্যা ফের মাথাচাড়া দিতে পারে। পুনরায় সেই একই ধরনের সমস্যার সঙ্গে লড়াই করতে গিয়ে আপনি বিধ্বস্ত বোধ করতে পারেন। তবে পরিস্থিতির দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে সমস্যার সমাধান রয়েছে হাতের কাছেই।


আপনি এতদিন জড়ভরত জীবন কাটাচ্ছিলেন। তবে ঝিমিয়ে থাকার দিন শেষ। কারণ এই মাসেই আপনার প্রেমজীবন দেখবে উত্তেজনার ভরপুর বেশ কিছু মুহূর্ত। আপনি এবং আপনার পার্টনার যৌথভাবে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার দিকে এগিয়ে যাবেন।


প্রেমজীবন নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আপনি। সমস্ত সিদ্ধান্তই আপনার জন্য উপকারী প্রমাণিত হবে।


সারা মাসটা জুড়েই আপনি আপনার পার্টনারের উপর কর্তৃত্ব জাহির করতে সক্ষম হবেন। আপনি খুব কম ক্ষেত্রেই তার কথায় কান দেবেন। তবে অশান্তি হওয়ার আশঙ্কা নেই কারণ প্রেমজীবন ভালোই কাটবে।


সতর্ক থাকুন, সম্পর্কের নামে আপনার সঙ্গে প্রবঞ্চনাও হতে পারে। একটা কথা মনে রাখুন, অন্ধভাবে সবাইকে সবটুকু বিলিয়ে দেবেন না।


এইমাসে আপনি বুঝতে পারবেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী কোনও বিষয় আপনার অগোচরে রাখার চেষ্টা করে যাচ্ছে। যেটুকু বলছে তা মূল ঘটনার অর্ধেক মাত্র। আপনার উচিত সম্পর্কের ক্ষেত্রে একটা ক্ষেত্র প্রস্তুত করা যাতে আপনার পার্টনার সব কথাটা খুলে বলতে ভরসা পায়।


হঠাৎ করে বহু লোক যেচে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে নানা পরামর্শ দিয়ে যাবে। আপনার ইচ্ছে হলে ভেবেচিন্তে তারপরেই তাদের পরামর্শ কাজে লাগাবেন।


সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা এবং দ্বন্দ্বে ভোগার আশঙ্কা রয়েছে এই মাসে। তাই কোনও সিদ্ধান্ত নিতে হলে দুম করে নিয়ে নেবেন না। সময় নিন। তারপরেই সিদ্ধান্তে দিন সীলমোহর।

Next Article