Mahashivratri 2024: এবছর মহাশিবরাত্রিকে বিরল ও শুভ যোগ! ভোলেবাবার কৃপায় অর্থ-উন্নতিতে ভরে উঠবে প্রিয় এই ৪ রাশির সংসার

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 23, 2024 | 6:46 PM

Zodiac Signs: এই বিশেষ তিথিতে শিবভক্তরা গোটা দিন উপবাস রেখে মহাদেবের পুজো করে থাকেন। শুধু তাই নয়, বাবার মাথায় জল ঢালতে শিবমন্দিরগুলিতে কাতারে কাতারে ভক্তরা ভিড় করেন। কথিত আছে, এদিন উপবাস রেখে নিয়ম মেনে শিবলিঙ্গের উপর জল ও দুধ নিবেদন করে থাকেন, তাহলে শিবভক্তরা সারাবছর আশীর্বাদ পেয়ে থাকেন। সংসারে ভরে ওঠে সুখ-সমদ্ধি ও শান্তি।

Mahashivratri 2024: এবছর মহাশিবরাত্রিকে বিরল ও শুভ যোগ! ভোলেবাবার কৃপায় অর্থ-উন্নতিতে ভরে উঠবে প্রিয় এই ৪ রাশির সংসার

Follow Us

ফেব্রুয়ারি শেষ হতে না হতেই এবার আসছে আরও এক জমজমাট উত্‍সব। ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। চলতি বছর ৮ মার্চ পালিত হতে চলেছে মহাশিবরাত্রি উৎসব। এই বিশেষ তিথিতে শিবভক্তরা গোটাদিন উপবাস রেখে মহাদেবের পুজো করে থাকেন। শুধু তাই নয়, বাবার মাথায় জল ঢালতে শিবমন্দিরগুলিতে কাতারে কাতারে ভক্তরা ভিড় করেন। কথিত আছে, এদিন উপবাস রেখে নিয়ম মেনে শিবলিঙ্গের উপর জল ও দুধ নিবেদন করে থাকেন, তাহলে শিবভক্তরা সারাবছর আশীর্বাদ পেয়ে থাকেন। সংসারে ভরে ওঠে সুখ-সমদ্ধি ও শান্তি। মহাশিবরাত্রির দিন যোগ হচ্চে শুভ ও বিরল যোগ। আর তার প্রভাবে শিবের সবচেয়ে প্রিয় রাশিগুলির ভাগ্যে জুটবে অপার আশীর্বাদ। কাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, তা জেনে নিন…

ভগবান শিবের প্রিয় রাশি কোনগুলি?

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য মহাশিবরাত্রির উৎসব অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। যদি কাউকে পছন্দ করেন, তাহলে মহাশিবরাত্রির দিন নিজের অনুভূতির কথা প্রকাশ করতে পারে। এই সময়ে মেষ রাশির জাতক-জাতিকাদের বাড়িতে শুভ অনুষ্ঠানের প্রস্তুতি করতে পারেন।

প্রতিকার – এই দিনে শিবাষ্টক পাঠ করলে খুব শুভ হবে।

মিথুন রাশি

এই রাশির জন্য মহাশিবরাত্রির উৎসব খুবই বিশেষ হতে চলেছে। এই সময়ে, এই রাশির জাতক-জাতিকারা সুখ বহুগুণ বৃদ্ধি পেতে পারে।  এছাড়া বিবাহিত জীবনেও সুখের বন্যা আসতে চলেছে। বিবাহের যোগ্যরা বিবাহের যোগ তৈরি হতে পারে।

প্রতিকার- মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে সাদা আকন্দ ফুল নিবেদন করা শুভ হবে।

তুলা রাশি

এই রাশির জন্যও মহাশিবরাত্রি খুব বিশেষ হতে চলেছে। এই সময়ে, প্রেমের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা ও বিশ্বাস বাড়বে। সম্পর্ক হবে আরও মজবুত। সম্পর্কের সমস্যা দেখা দিলে অভিভাবকের সঙ্গে কথা বলুন। সাফল্য মিলবে হাতে-নাতে। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। এই সময় পরিবারের সঙ্গেও সময় কাটাবেন। আনন্দের পরিবেশ থাকবে সর্বদা।

প্রতিকার: তুলা রাশির শিবলিঙ্গে ৭ সুগন্ধি সাদা ফুল অর্পণ করুন। এছাড়াও শিব চালিসা পাঠ করাও শুভ হবে।

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকারা মহাশিবরাত্রিতে দেবী পার্বতী ও মহাদেবের আশীর্বাদ পেতে পারেন। এই সময়ে পড়ে থাকা বিভিন্ন কাজ সম্পন্ন হবে। এ সময় আধ্যাত্মিকতায় আগ্রহ বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলে তা সফল হতে পারে। এই  রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি বৃদ্ধি পাবে, উদ্বেগও শেষ হবে এদিনেই।

প্রতিকার: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ভস্মের ত্রিপুণ্ড ব্যবহার করতে পারেন। এছাড়াও ভোলেনাথকে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন। সব সমস্যার সমাধান হয়ে জীবনে সুখ বয়ে আনবে।

Next Article