Mercury Transit in Leo: এবার সিংহ রাশিতে বুধের প্রবেশ, ২৫ জুলাই থেকে ভাগ্যের চাকা ঘুরবে এই ৩ রাশির

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 19, 2023 | 3:16 PM

Zodiac Signs: জ্যোতিষীদের মতে, বুধ গ্রহ যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে শক্তিশালী অবস্থানে থাকে, তাহলে বুধ গোচরের শুভ প্রভাব পড়ে তার উপর। ব্বসা ও কেরিয়ারে দুর্দান্ত সফল পেতে পারেন। জ্যোতিষমতে, ২৫ জুলাই, ভোর ৪টে ২৬ মিনিটে বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে।

Mercury Transit in Leo: এবার সিংহ রাশিতে বুধের প্রবেশ, ২৫ জুলাই থেকে ভাগ্যের চাকা ঘুরবে এই ৩ রাশির

Follow Us

জ্যোতিষশাস্ত্রে মতে, বুধ গ্রহকে বুদ্ধিমত্তা এবং যুক্তি শক্তির গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। ১২ মাস ধরে গ্রহ-নক্ষত্রের রাশি পরিবর্তন চলতেই থাকে। একটি গ্রহ যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে, তখন ১২টি রাশির জাতক-জাতিকাদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। কারওর পৌষ মাস তো কারওর সর্বনাশ। নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়ে প্রত্যেক রাশির উপর। রাশিচক্রে গ্রহের গমনের কারণে জাতকের অবনতিও ঘটে। জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ২৫ জুলাই বুধ গ্রহ তার রাশিচক্র পরিবর্তন করতে চলেছে। এই সময় সিংহ রাশিতে বুধগ্রহের প্রবেশ করবে। সিংহ রাশিতে বুধের গমনের সময়, বেশ কয়েকটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। আবার নেগেটিভ প্রভাবও পড়তে চলেছে। জ্যোতিষীদের মতে, বুধ গ্রহ যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে শক্তিশালী অবস্থানে থাকে, তাহলে বুধ গোচরের শুভ প্রভাব পড়ে তার উপর। ব্বসা ও কেরিয়ারে দুর্দান্ত সফল পেতে পারেন। জ্যোতিষমতে, ২৫ জুলাই, ভোর ৪টে ২৬ মিনিটে বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে।

বর্তমানে বুধ চন্দ্র কর্কট রাশিতে গমন করছে। যার প্রভাব পড়বে ১২ রাশির জাতক-জাতিকাদের উপর। বুধের সিংহ রাশিতে গমনের কারণে, মিথুন, সিংহ এবং ধনু রাশির জাতকদের জন্য অসাধারণ সময় অতিবাহিত হতে চলেছে।

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকারা কাজের ক্ষেত্রে স্বস্তির ও খুব ভালো স্থানে অবস্থান করবেন। সুখ ভোগ করতে পারেন। সিংহ রাশিতে বুধের গমনের ফলে পদোন্নতি ও বিশেষ আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

সিংহ রাশি: এই রাশিতে বুধের গমনের কারণে সিংহ রাশির জাতকরা কর্মজীবনে সাফল্য পাবেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ হাতে আসবে ও সেগুলি সম্পন্নও করতে পারবেন। সম্পর্কের মধ্যে সুখ থাকবে। জীবনসঙ্গীর আরও ঘনিষ্ঠতা বাড়বে ও মধুর হবে।

ধনু রাশি: এই রাশিতে বুধের গমনের কারণে ধনু রাশির জাতক-জাতিকারা সাধারণ নীতির ভিত্তিতে সব কাজগুলি ভালভাবে করতে সক্ষম হবেন। এই রাশির জাতক-জাতিকাদের জন্য চাকরি সংক্রান্ত ভালো খবর আসতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা।

Next Article