দেখতে দেখতে আরও একটি বছর পেরিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর সময় চলে এল। আগামী বছর কেমন কাটবে, কার ভাগ্যে কেমন রয়েছে তা জানার আগ্রহ রয়েছে প্রায় সকলেরই। তাই নয়া বছরের ঠিক আগে জেনে রাখা ভাল, গ্রহ-নক্ষত্রদের অবস্থান কেমন হতে চলেছে। কারণ, জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশির গতিবিধি পাল্টায় গ্রহ-নক্ষত্রের চালচলনের প্রভাবে। তাই আসন্ন বছরেরও গ্রহনক্ষত্রগুলির অবস্থান পাল্টাতে চলেছে বলে জানা গিয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের এই পরিবর্তনের জের বেশ কিছু রাশির জন্য খুবই ভাগ্যবান বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ডিসেম্বর মাসে ৪টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে। শুধু তাই নয়, বছরের শেষ মাসের শেষ দিনে, ৩১ ডিসেম্বর, দেবগুরু বৃহস্পতিও সরাসরি ঘুরতে চলেছে। শুধু তাই নয়, ২০২৪ সালের জানুয়ারিতে সূর্য, বুধ ও শুক্রও তাদের রাশি পরিবর্তন করবে। গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে গোটা বছরে একেবারে রাজার হালে থাকবেন ৩ রাশির জাতক-জাতিকারা।
জ্যোতিষশাস্ত্র মতে, জানুয়ারি মাসে সূর্য, শুক্র ও বুধের রাশি পরিবর্তনের জেরে বৃশ্চিক, মকর ও ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলে যেতে পারে। যার কারণে এই তিন রাশির জাতক-জাতিকারা সারা বছর বিলাসী জীবনযাপনেই মত্ত থাকবেন। ধন-সম্পত্তিতে পরিপূর্ণ যেমন হবেন, যে কোনও কাজেই সোনার ফল ফলাবেন এই রাশির জাতক-জাতিকারা।
সূর্যগোচরের প্রভাব: নয়া বছরের ১৫ জানুয়ারি, গ্রহের রাজা, সূর্যদেব ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র মতে, দুপুর ২টো ৪২ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে।এই রাশির জাতকদের সব সমস্যার মেঘ কেটে যেতে পারে। তাতে পরিপূর্ণতা লাভ করবেন এই রাশির জাতকরা।
শুক্র গোচরের প্রভাব: জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী, শুক্র হল সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের প্রতীক। নয়া বছরের প্রথম মাসেই শুক্র গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। আগামী ১৮ জানুয়ারি রাত ৮টা ১৫ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তবে নিয়ম অনুসারে ১২ ফেব্রয়ারিতে এই গ্রহ আবার অন্য রাশিতে পরিবর্তন করবে।
বুধ গোচরের প্রভাব: আসন্ন বছরের প্রথম মাসে রাশি বদল করবে গ্রহদের রাজপুত্র বুধ গ্রহও। আগামী ৭ জানুয়ারিতে বৃশ্চিক ছেরে ধনু রাশিতে গমন করবে এই গ্রহ। ২৩ দিন পর এই গ্রহ আবার মকর রাশিতে সরাসরি গমন করবে বলে জানা গিয়েছে।