আর কয়েকদিন পরই শেষ হবে গোটা সাল। ২০২৩ সালের অবসানের পর শুরু হবে ২০২৪ সাল। নতুন বছর (New Year 2024) সকলের ভাল ও সুস্থতার সঙ্গে কাটুক, এটাই সকলের প্রার্থনা। কিন্তু সমস্যা কি বলে কয়ে আসে? গ্রহ-নক্ষত্রের রাশি বদলের (Transits 2023) জেরে ভাগ্যে আরও ঝুট-ঝামেলা বেড়ে যায়। বিশেষ করে নতুন বছরে যেন কোনও রকম অশান্তি নেমে না আসে, তার জন্য জ্যোতিষের দিকে মুখ চেয়ে থাকেন অনেকেই। জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, নতুন বছরের গোড়াতেই রাজা-মন্ত্রী দুজনেই বদল যেতে চলেছে। এবার রাজার পদ পাচ্ছেন মঙ্গল আর মন্ত্রী পদে থাকছেন শনিদেব। রাজা শুভ, তিনি অত্যন্ত শক্তিশালী। তবে শুক্র ও শনির প্রভাবে বেশ কয়েকটি রাশির ভাগ্যে ঘনিয়ে আসতে চলেছে অশান্তি ও সমস্যার ঝড়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সাল আট অঙ্কের বছর। শাস্ত্র মতে, এই আট অঙ্কের বছর সাধারণত কালীর সঙ্গে জড়িত। তাই নতুন বছরের গোড়া থেকেই জাতক-জাতিকাদের জীবনে অশান্তি বয়ে আসতে পারে। কিন্তু যখন শনি ও শুক্র রাশির জাতকদের কথা আসে, তখন তা আরও বিশেষ যত্ন নেওয়া দরকার। এই গ্রহগুলির রাশিচক্রের সঙ্গে যুক্ত জাতকদের জীবনে কিছু দুঃসাহসিক ঘটনা ঘটতে পারে। বৃশ্চিক ও তুলা রাশির অধিপতি হল শুক্রগ্রহ। সেই সঙ্গে কুম্ভ, তুলা ও মকর রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাবধানে ও সংযমের সঙ্গে থাকতে হবে।
জ্যোতিষীদের মতে, মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছরে অনেক সমস্যা নিয়ে আসতে পারে। কর্মজীবনে ধেয়ে আসবে বহু বাধা-বিপত্তি। ব্যবসাতেও বেশ কিছু আর্থিক ক্ষতিও হতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রের নানা কাজে বাধা আসবে সিংহ রাশির জাতক-জাতিকাদেরও।
শনি ও শুক্রগ্রহের প্রভাবে সারা বছর আপনাকে রাহুর মহাদশার মুখোমুখি হতে পারে। জীবনে অনেক মোড় এলেও নিজেকে শক্ত থাকার মানসিক পরিস্থিতি তৈরি হওয়া উচিত। প্রিয়জনের সঙ্গে লড়াই, হাতাহাতিও হতে পারে আপনার।