New Year Horoscope 2024: নতুন বছর কালীর প্রিয় বছর! শুক্র ও শনির যুতিতে অশান্তি পিছু ছাড়বে না এই ৩ রাশির

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 26, 2023 | 3:07 PM

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সাল আট অঙ্কের বছর। শাস্ত্র মতে, এই আট অঙ্কের বছর সাধারণত কালীর সঙ্গে জড়িত। তাই নতুন বছরের গোড়া থেকেই জাতক-জাতিকাদের জীবনে অশান্তি বয়ে আসতে পারে। কিন্তু যখন শনি ও শুক্র রাশির জাতকদের কথা আসে, তখন তা আরও বিশেষ যত্ন নেওয়া দরকার।

 New Year Horoscope 2024: নতুন বছর কালীর প্রিয় বছর! শুক্র ও শনির যুতিতে অশান্তি পিছু ছাড়বে না এই ৩ রাশির

Follow Us

আর কয়েকদিন পরই শেষ হবে গোটা সাল। ২০২৩ সালের অবসানের পর শুরু হবে ২০২৪ সাল। নতুন বছর (New Year 2024) সকলের ভাল ও সুস্থতার সঙ্গে কাটুক, এটাই সকলের প্রার্থনা। কিন্তু সমস্যা কি বলে কয়ে আসে? গ্রহ-নক্ষত্রের রাশি বদলের (Transits 2023) জেরে ভাগ্যে আরও ঝুট-ঝামেলা বেড়ে যায়। বিশেষ করে নতুন বছরে যেন কোনও রকম অশান্তি নেমে না আসে, তার জন্য জ্যোতিষের দিকে মুখ চেয়ে থাকেন অনেকেই। জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, নতুন বছরের গোড়াতেই রাজা-মন্ত্রী দুজনেই বদল যেতে চলেছে। এবার রাজার পদ পাচ্ছেন মঙ্গল আর মন্ত্রী পদে থাকছেন শনিদেব। রাজা শুভ, তিনি অত্যন্ত শক্তিশালী। তবে শুক্র ও শনির প্রভাবে বেশ কয়েকটি রাশির ভাগ্যে ঘনিয়ে আসতে চলেছে অশান্তি ও সমস্যার ঝড়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সাল আট অঙ্কের বছর। শাস্ত্র মতে, এই আট অঙ্কের বছর সাধারণত কালীর সঙ্গে জড়িত। তাই নতুন বছরের গোড়া থেকেই জাতক-জাতিকাদের জীবনে অশান্তি বয়ে আসতে পারে। কিন্তু যখন শনি ও শুক্র রাশির জাতকদের কথা আসে, তখন তা আরও বিশেষ যত্ন নেওয়া দরকার। এই গ্রহগুলির রাশিচক্রের সঙ্গে যুক্ত জাতকদের জীবনে কিছু দুঃসাহসিক ঘটনা ঘটতে পারে। বৃশ্চিক ও তুলা রাশির অধিপতি হল শুক্রগ্রহ। সেই সঙ্গে কুম্ভ, তুলা ও মকর রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাবধানে ও সংযমের সঙ্গে থাকতে হবে।

জ্যোতিষীদের মতে, মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছরে অনেক সমস্যা নিয়ে আসতে পারে। কর্মজীবনে ধেয়ে আসবে বহু বাধা-বিপত্তি। ব্যবসাতেও বেশ কিছু আর্থিক ক্ষতিও হতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রের নানা কাজে বাধা আসবে সিংহ রাশির জাতক-জাতিকাদেরও।

শনি ও শুক্রগ্রহের প্রভাবে সারা বছর আপনাকে রাহুর মহাদশার মুখোমুখি হতে পারে। জীবনে অনেক মোড় এলেও নিজেকে শক্ত থাকার মানসিক পরিস্থিতি তৈরি হওয়া উচিত। প্রিয়জনের সঙ্গে লড়াই, হাতাহাতিও হতে পারে আপনার।

Next Article