জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের গতিবিধি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নভেম্বর মাসেও হবে তিন গ্রহের পরিবর্তন। যার ফলে প্রতিটি রাশির উপরই কুপ্রভাব ও সুপ্রভাব পড়তে চলেছে। বাংলা ক্যালেন্ডার মতে, কার্তিক মাসের প্রথম সপ্তাহেই গ্রহের বড় পরিবর্তন ঘটতে চলেছে। যার মধ্যে দুটি অশুভ গ্রহ রাহু-কেতুও নিজ নিজ রাশিতে পরিবর্তন করছে। চার দিন পর অর্থাৎ ৪ নভেম্বর, শনি সরাসরি রাশিতে প্রবেশ করতে চলেছে। একসঙ্গে রাহু-কেতু ও শনির গতি পরিবর্তনের প্রভাব পড়বে ১২টি রাশির উপরই। এমন বিরল ট্রানজিট খুব কমই দেখা যায়। এক সপ্তাহে তিনটি প্রধান গ্রহ পরিবর্তন কলিযুগে মানবজীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে চলেছে। কার্তিক মাসের প্রথম সপ্তাহে রাহু-কেতু এবং শনির এই পরিবর্তনে কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, অর্থ, কর্মক্ষেত্র, ব্যবসা ও রোম্যান্সে কী কী পরবিরতন ঘটবে, তা জেনে নিন এখানে…
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন।দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পূর্ণ হতে পারেন। ব্যবসায় আয় বাড়বে। আয়ের উৎস বাড়বে তরতরিয়ে। পরিবারের মধ্যে একতা থাকবে। রাহু কেতুর রাশি পরিবর্তনের কারণে এই রাশির জাতকরা সব সমস্যা থেকে স্বস্তি পাবেন। গুরু চন্ডাল দোষও কেটে যেতে পারে।
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যবসায় দারুণ সাফল্য পাবেন। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। শনির ধাইয়া থেকে মুক্তি পেতে পারেন এইসময়। প্রবীণ বা বড়দের পরামর্শে সিদ্ধান্ত নিতে পারবেন, তাতে সাফল্যও মিলবে।
সিংহ রাশি: রাহু ও কেতুর রাশির পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকারা অনেক সুবিধা পাবেন এই সময়। যে কোনও কাজে ভাগ্য আপনার সহায় থাকবে। ব্যবসায় উন্নতি হবে, কর্মজীবীরা পদোন্নতি পাবেন। সমস্ত খারাপ কাজের সংশোধন করতে পারবেন।
তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবনে মাধুর্য থাকবে। জীবনের সর্বক্ষেত্রেই প্রভূত উন্নতি হবে। অর্থলাভের সম্ভাবনা বাড়বে। বিবাহিত জীবনে অনেক পরিবর্তন এলেও সম্পর্কে আসবে বোঝাপড়া ও মধুরতা।
মিথুন রাশি: এই রাশির জাতকদের ভাগ্যে আসবে বিরাট পরিবর্তন। পুরনো বিনিয়োগেও সুবিধা পেতে পারেন। পাওনা টাকা ফেরত আসতে পারে হাতে। পড়ুয়াদের জন্য সেরা সময় হতে পারে এই সময়।এমনকি বিদেশযাত্রাও সফল হতে পারে।
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারাও লাভবান হবেন এই সময়। এই রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন। দীর্ঘদিন আটকে থাকা অর্থ হাতে পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি ও সাফল্য লাভ করবে এই সময়। চাকরির জায়গায় পদোন্নতির সম্ভাবনা রয়েছে।