Jupiter Retrograde 2023: বদলে যাচ্ছে বৃহস্পতির যাত্রা, আগামী ৪ মাসে ধনীর মতো জীবন কাটাবে এই ৩ রাশি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 14, 2023 | 12:54 PM

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র মতে, চলতি বছরের ৩১ ডিসেম্বরে সরাসরি ফের বৃহস্পতি গ্রহ প্রবেশ করবে। বৃহস্পতি প্রত্যক্ষ যাত্রার কারণে, ৩ রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতির বিশেষ আশীর্বাদে অর্থপ্রাপ্তি হতে চলেছে।  সেই তালিকায় আপনার রাশি আছে কিনা জানেন নাকি?

Jupiter Retrograde 2023: বদলে যাচ্ছে বৃহস্পতির যাত্রা, আগামী ৪ মাসে ধনীর মতো জীবন কাটাবে এই ৩ রাশি

Follow Us

সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রহ-নক্ষত্ররা রাশি বদল করে থাকে। গ্রহ-নক্ষত্রের এই রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্র অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ, নক্ষত্র ও রাশিফলকে আলাদা আলাদা ক্ষেত্রে অপরিহার্য বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি হল আধ্যাত্মিকতা, সম্পদ, সমৃদ্ধি ও জ্ঞানের গ্রহ। দেবগুরু হল মীন ও ধনু রাশিরও অধিপতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি প্রায় ১৩ মাসের মধ্যে একটি রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করে থাকে। এই রাশি বদলের প্রভাব প্রতিটি রাশিচক্রের উপর পড়তে চলেছে।

শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে, মার্চ মাসে মেষ রাশিতে গমন করেছিল দেবগুরু। গত ৪ সেপ্টেম্বরে পিছিয়ে গিয়ে রাশি বদল করেছিল এই বিশাল গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে, চলতি বছরের ৩১ ডিসেম্বরে সরাসরি ফের বৃহস্পতি গ্রহ প্রবেশ করবে। বৃহস্পতি প্রত্যক্ষ যাত্রার কারণে, ৩ রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতির বিশেষ আশীর্বাদে অর্থপ্রাপ্তি হতে চলেছে।  সেই তালিকায় আপনার রাশি আছে কিনা জানেন নাকি?

জ্যোতিষশাস্ত্র অনুসারে,  নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি গ্রহ অন্য গ্রহে যাত্রা করে চলে যায় বা সরাসরি গমন করে। জ্যোতিষী গণনায় এই গ্রহের রাশি বদলের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর প্রভাব প্রতিটি ১২ রাশির উপরও পড়তে দেখা যায়। হিন্দু ক্যালেন্ডার যদি দেখা হয়, তাহলে আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতি সরাসরি রাশিতে যাত্রা করবে, যার প্রভাব মাত্র ৩ রাশির জাতক-জাতিকাদের উপর বেশি পড়তে পারে। ব্যবসা, আর্থিক অবস্থা, ব্যবসা… সবক্ষেত্রেই এই ৩ রাশির জাতকরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেতে চলেছেন।

মেষ রাশি: বৃহস্পতি প্রত্যক্ষ হওয়ায় কর্কট রাশির জাতক-জাতিকারা অনেক উপকার পাবেন। আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি রোগ বালাই সব দূর হয়ে যাবে এই সময়। এছাড়া পুজো, আচার বিচার, আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে, তাতে মানসিক শান্তি বজায় থাকবে, সবক্ষেত্রে সঙ্গীর সমর্থন পেতে পারেন। দেবগুরুর কৃপায় সাফল্য ও উন্নতি পাবেন এই রাশির জাতকরা।

মিথুন  রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য পরিস্থিতি অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, পড়ুয়ারা এই সময় যে কোনও পরীক্ষায় ভাল ফল পেতে পারেন। ব্যবসায় উন্নতি ও আয় বাড়বে। এই রাশিতে ধনলক্ষ্মীর অধিবাস, এছাড়া দেবগুরুর কৃপায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ ও পাওনা টাকা উদ্ধার হতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা যে কাজই করুন না কেন, সেই কাজে সাফল্য অব্যাহত থাকবে, মিলবে উন্নতিও । ব্যবসায় আয় বাড়বে, যা চাইবেন, তার সবটাই পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। মানসিক শান্তি ফিরে আসবে, ও বৈবাহিক জীবনে সুখে বন্যা দেখা যাবে এইসময়।

Next Article