জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি বদল হওয়া একটি স্বাভাবিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্রের হিসাব অনুযায়ী, শনিবার ১৬ সেপ্টেম্বর থেকেই চন্দ্র কন্যারাশিতে মঙ্গলের সঙ্গে মিলিত হয়ে যাত্রা শুরু করতে চলেছে। পাশাপাশি এদিন চন্দ্র ও মঙ্গল একসঙ্গেই শনি কুম্ভ রাশিতে ও বৃহস্পতি মেষ রাশিকে প্রবেশ করতে চলেছে। এই যোগকে বলা হয় ষড়ষ্টক যোগ। রবিবার,শেষ হচ্ছে সূর্য ও শনির অশুভ প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য ও শনি দীর্ঘদিন ধরে মুখোমুখি গমন করে করেছে। বর্তমানে কন্যারাশিতে সূর্যদেব অবস্থান করছেন। পাশাপাশি সূর্যের উপর থেকে শনির অশুভ দৃষ্টি সরে যেতে চলেছে। তবে এই গ্রহের রাশি বদল ও ষড়ষ্টক যোগের জেরে কোন কোন রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছে, ভাগ্যের চাকা বদলে যেতে বসেছে, জেনে নিন একনজরে…
মেষ রাশি: সূর্য ও শনির অশুভ প্রভাব অবসান হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক-জাতিকাদেরদের জন্য শুভ ও সুদিন ফিরে আসতে চলেছে। কর্মজীবনে পদোন্নতি ও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। অন্যদিকে পরিবারের সদস্যদের সঙ্গে দিনে দিনে সম্পর্ক আরও মজবুত হতে পারে। বাজে কথা বলা এড়িয়ে চলুন। এই সময়ে ব্যবসায় আসা নতুন প্রকল্পগুলিতে সাফল্য মিলবে, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ,স্বাস্থ্য আপনার ভালোই যাবে। রোগমুক্ত হওয়ার এটাই শ্রেষ্ঠ সময়।
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা নতুন চাকরির সুযোগ ও খোঁজ পেতে পারেন।গৃহের শ্রী ফিরতে পারে। হবে সম্পদ বৃদ্ধিও। সঙ্গীর সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার প্ল্যান সফল হতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপেই থাকবে চ্যালেঞ্জ, তা সত্ত্বেও আপনি সেই চাপ ও বাধা কাটিয়ে উঠতে পারবেন। দীর্ঘদিনের ফেলে রাখা কাজশেষ করতে চেষ্টা করবেন। আর্থিক সঙ্কট কেটে গিয়ে অবস্থা আরও শক্তিশালী হতে পারে।
তুলা রাশি: এই সময় থেকেই ভাগ্যের চাকা বদলে যেতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় যা মনে চাইবেন, তাই পেতে পারেন আপনি। সমস্ত ইচ্ছেপূরণ হতে পারে। ব্যবসায় চরম উন্নতি ও চাকরিতে পদোন্নতি দেখার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি: এই রাশির জাতকদের জন্য অসাধারণ ও সেরা সময় কাটবে। বিদেশ যাত্রা, সেখানে স্থায়ীভাবে বসবাস করার প্ল্যান সফল হতে পারে। বিদেশযাত্রায় কোনও বাধাই আপনাকে আটকাতে পারবে না। কর্মক্ষেত্রে আয় ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যাঁরা লেখক হচে চান, বা লেখালেখির কাজ করেন, তাঁদের জন্য এই সময়টা অসাধারণ ও শুভ হতে চলেছে।