এ বছর চন্দ্রগ্রহণ ও শারদ পূর্ণিমা পালিত হবে একই দিন। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। ফলে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজোর আয়োজন চলেছে জোরকদমে। শনিবার, ২৮ অক্টোবর, পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। কথিত আছে, শারদ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন ভক্তদের ডাকে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যে ভক্তের বাড়ি আলোয় ঝলমল করে ওঠে সারা রাত, সেই গৃহেই লক্ষ্মীর প্রবেশ ঘটে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসায়ী, এদিন সর্বার্থসিদ্ধি শুভ যোগ গঠিত হওয়ায় বেশ কিছু রাশির ভাগ্য বদলে যেতে চলেছে। শারদ পূর্ণিমায় কোন কোন রাশির জাতক-জাতিকারা দেবী লক্ষ্মীর আশার্বাদ পেতে চলেছেন, কারা পাবেন সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা, তা জেনে নিন এখানে…
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা শুভ তিথিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য বড় লাভের সম্ভাবনা রয়েছে। গৃহ ও সন্তানের বিষয়ে কিছু ভালো খবর পেতে পারেন। নতুন বন্ধু পাতালে ভবিষ্যতে তিনি আপনার পাশে থাকার সাহস দেখাতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে এই সময়। এদিন কোনও বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন।
মিথুন রাশি: এই বিশেষ দিনটি এই রাশির জন্য বেশ উপকার পেতে পারেন। পারিবারিক জীবন সুখী হবে ও কর্মজীবনের ক্ষেত্রে আপনার অবস্থান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালই থাকবে। বাড়িতে বেশ ফুরফুরে ও মনভাল থাকার পরিবেশ থাকবে। যে কোনও কাজে সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায় আর্থিক লাভের সুবর্ণ সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি: শারদ পূর্ণিমায় ব্যবসায়ীরা আর্থিক সুবিধা পেতে পারেন। আয় বৃদ্ধি পেতে পারেন। মাতৃস্নেহ থেকে বাদ পড়বেন না আপনি। এদিন নতুন ও পছন্দের কোনও জিনিস কিনতে পারেন। যে কাজই করুন না কেন, সে কাজে সাফল্য মিলবে। পুজোর প্রতি আগ্রহী হবে। এ দিন আপনার সুখ ও সুযোগ-সুবিধা পেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
সিংহ রাশি: এই রাশির জাতকরা নতুন কোনও কাজ শুরু করতে চাইলে এই সময় আপনার জন্য অনুকূল। চন্দ্রগ্রহণের সূতক সময় দুপুর থেকে শুরু হবে, এই পরিস্থিতিতে আপনার কাজ করা উচিত দুপুরের আগে। বাবার যে কোনও সাহায্য পাবেন এই সময় । আর্থিক লাভ বৃদ্ধি। ব্যবসা ও চাকরির দিক থেকে শারদ পূর্ণিমার দিনটি ভালো যাবে। ভাগ্য পূর্ণ সহায় থাকবে।
বৃশ্চিক রাশি: শারদীয় পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসায় দারুণ সাফল্য ও উন্নতি পাবেন। বন্ধুদের সাহায্যে যে কোনও বিপদ থেকে রক্ষা পাবেন।শত্রুদের পরাস্ত করতে পারবেন। সমাজে সম্মান ও প্রভাব পড়তে পারে। পারিবারিক জীবন সুখের হবে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি বেশ ভাল কাটবে আপনার।