জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, দুই পরম মিত্র গ্রহ রয়েছে। শুধু মানুষের মধ্যেই বন্ধুত্ব রয়েছে, তা নয়, গ্রহদের মধ্যেও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শনি (Saturn) ও বুধ (Mercury) গ্রহের মধ্যেও রয়েছে পরম মিত্রের সম্পর্ক। জ্যোতিষশাস্ত্র মতে, যখন এই দুই গ্রহ একসঙ্গে মিলিত হয়, তখন বেশ কিছু রাশির উপর পজিটিভ প্রভাব পড়ে। আসন্ন বছর আসতে আর মাত্র কয়েকটি দিন বাকি। নতুন বছরের শুরুতেই অনেক গ্রহ একে অপরের সঙ্গে মিলিত হতে যাচ্ছে। ২০২৪ সালে, দুটি বন্ধুত্বপূর্ণ গ্রহ বুধ ও শুক্র একে অপরের সঙ্গে মিলিত হতে চলেছে, তাই নতুন বছরের কখন শুক্র, বুধ ও শনি একসঙগে মিলিত হতে চলেছে, কোন কোন রাশি সবচেয়ে বেশি সুবিধা পেতে চলেছে, ভাগ্য একেবারে সোনার মত উজ্জ্বল হতে চলেছে, তা জেনে নিন এখানে…
কর্কট রাশি: নতুন বছরের শুরুতেই শনি ও বুধের মিলিত হওয়ায় বিশেষ আশীর্বাদ পেতে চলেছে এই রাশির জাতক-জাতিকারা। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে চলেছে। ব্যয় কম ও আয় বেশি হওয়ায় ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়তে চলেছে। দাম্পত্য জীবনও সুখের হতে চলেছে। সন্তানদের দিক থেকে ভাল খবর পেতে পারেন। পিতার আর্থিক সাহায্যে প্রতিটি কাজে সাফল্য আসবে। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে প্রচুর লাভবান পেতে পারেন।
ধনু রাশি: এই রাশির জাতক জাতিকাদের শনি ও বুধের যুক্তিতে অগাধ আশীর্বাদ হতে চলেছে। এই রাশির জাতকদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। ব্যবসায় টাকা বিনিয়োগ করলে প্রচুর টাকা-পয়সা পেতে পারেন। চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের উপর বুধের বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। কারণ নতুন বছরে শনি ও বুধ কুম্ভ রাশিতে অবস্থান ডকরবে। এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যও নতুন বছরে সোনার মত উজ্জ্বল হতে চলেছে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পড়ুয়ারা কঠোর পরিশ্রমের ফল পাবেন নতুন বছরেই। যে কোনও কাজে সাফল্য পাবেন আপনারা। কাজের সূত্রে বিদেশ যেতে পারেন। বৈবাহিক জীবন সুখের হতে চলেছে এই রাশির জাতকরা।