ব্যস্ততম বিশ্বে কারওরই এক মুহূর্ত বসে থাকার সময় নেই। অতিরিক্ত মানসিক চাপ, ডেটলাইন পূরণ করার তাগিদে বিশ্রাম নেওয়াই এখন অধরা। এমনিতেই বাঙালিদের জিনে লুকিয়ে রয়েছে অসম্ভব অলসতা। বেশ কিছু রাশির মধ্যেও লুকিয়ে রয়েছে মারাত্মক ল্যাদখোর তকমা। চারিপাশে যা ঘটছে ঘটুক, সোফার বা বিছানার সবচেয়ে প্রিয় জায়গা থেকে একবিন্দু নড়তেও আগ্রহ দেখান না এঁরা। ছুটির দিনগুলিতে আরও বেশি ল্যাদের লক্ষণগুলি পরিস্ফুট হয়। তখন মনে হয়ে কেউ যদি এসে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়, এর থেকে সুখ আর কি আছে? স্বর্গের রাজ্যে ডুবে থাকা এই রাশিগুলির জাতকরা কারা, তা জেনে নিন একনজরে। ৪ রাশির মধ্যে আপনার রাশিও রয়েছে কিনা , তা তালিকা দেখে নিন এখানে…
বৃষ রাশি
অবসর সময়গুলিকে চুটিয়ে যাঁরা উপভোগ করেন , তাঁরা হলেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশি ষাঁড়ের প্রতীক। স্বাচ্ছন্দ্যের প্রতি ভালবাসা ও অবসর সময়ে জিনিসগুলি গুছিয়ে নেওয়ার জন্য দারুণ জনপ্রিয় এঁরা। শৌখিন মানসিকতা ও বিশ্রামের জন্য সবচেয়ে বেশি সময় দেন এই রাশির জাতকরা। দুপুরের ভাত ঘুম না হলে এঁদের চলে না।খাবার হতে হবে অত্যন্ত সুস্বাদু। প্রিয় আরামরে জায়গা না পেলে রুদ্রু মূর্তি ধরতে সময় লাগে কয়েক সেকেণ্ড। ঘণ্টার পর ঘণ্টা ঘুমাতে পেলে আর কিছু চাই না এই রাশির। কিংবা ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় বসে টিভি বা বই পড়ে সময় কাটিয়ে দিতে পারেন। জীবনের সহজ আনন্দগুলির মধ্যে নিজের সুখ-শান্তি খুঁজে পেতে হয়, বৃষ রাশির জাতকদের থেকে শিখতে হয়।
কর্কট রাশি
ব্যক্তিগত ও অন্দরমহলের খবর পাঁচকান করতে দেন না এই রাশির জাতক-জাতিকারা। কুঁড়ে ও ঘরকুনোর তকমা রয়েছে এঁদের মধ্যে। পরিবেশ শান্ত হলে তবেই সেখানে যেতে আগ্রহ হন এঁরা। এঁরা স্বভাবেও শান্তিশিষ্ট হন। জঙ্গল, পাহাড়ের নির্জন জায়গা এই রাশির খুব প্রিয় জায়গা। বাড়ির ভিতরে থাকলেও নিজের কমফোর্ট জোন ছাড়তে অপারগ। বাড়িতেই বিশ্রাম, বই পড়া, গান শোনার পছন্দ করেন। ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া এই রাশির জাতকদের ধর্মে নেই। বাড়ির রান্নাতেই সুখ, ঘণ্টার পর ঘণ্টা সিনেমা দেখে ছুটির দিনগুলিতে কাটিয়ে দিতে পারেন খুব সহজে। বাড়ির আরাম ছাড়া আর কিছু যে পৃথিবীতে রয়েছে, তা এদের ডিকশনারিতে নেই।
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকারা খুব মুডি হন। স্বাধীনচেতা, সাহসী হলেও অসম্ভব ল্যাদখোর। নিজের রুটিন থেকে এক পা বাইরে বের হতে পারেন না। ধনু রাশির জাতক-জাতিকারা অলস হওয়ার কারণে জীবনে নানা বাধা-বিপত্তি লেগেই থাকে। আর সেই জটিলতাগুলি সমাধান করারও প্রচেষ্টা দেখান না এই রাশি। ভ্রমণের ইচ্ছে হলেও ব্যাকপ্যাক, টিকিট কাটার মতো ঝুট-ঝামেলা নিতে চান না। তাই বাড়ির মধ্যেই নিজের মতো করে সময় কাটিয়ে দিতে পারেন। দিবাস্বপ্নেই বিশ্বভ্রমণ করতে ভালোবাসেন। দৈনন্দিন জীবনের সমস্যাগুলি বা চাহিদাগুলিকেও এড়িয়ে যান শুধুমাত্র ল্যাদ খাওয়ার কারণে।
মীন রাশি
শুয়ে-বসে-দাঁড়িয়ে সর্বত্র স্বপ্নে বিভোর থাকেন এই রাশির জাতক-জাতিকারা। কল্পনাপ্রবণ, সহানুভূতিশীল হওয়ায় নিজের প্রতিভার কদর পান। কিন্তু সময়ের কাজ সময়ে করতে পারেন না নিজের অলসতার কারণে। সৃজনশীল হলেও অলসের কারণে সব কাজ পণ্ড হয়ে যায়। ডেটলাইন পেরিয়ে গেলেও কোনও তাপ-উত্তাপ থাকে না। নিজের মতো করে গুছিয়ে নিতেও চান না। সবসময় অন্য কারওর সাহায্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ঘরের চার দেওয়ালের মধ্যেই নিজের প্রতিভাকে লুকিয়ে রাখতে ভালোবাসেন। পেইন্টিং, সঙ্গীতের প্রতি তীব্র আগ্রহ থাকলেও ল্যাদের কারণে অন্য কোথাও ভালো সুযোগ পান না। তা নিয়ে মনে যে বিশাল চাপ নিয়ে ফেলেন , তাও নয়।