Transit of Mars: অগস্টে গ্রহের সেনাপতির সিংহে রাশিবদল! সমস্যার ঝড় কেটে দুর্দান্ত সময় কাটাবে ৩ রাশির

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 23, 2023 | 12:00 PM

Zodiac Signs: মঙ্গলের রাশি বদলের ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বেশ জ্বল জ্বল করতে চলেছে। মঙ্গল গোচরের ফলে ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য রয়েছে অসাধারণ সময়, তা জেনে নিন এখানে...

Transit of Mars: অগস্টে গ্রহের সেনাপতির সিংহে রাশিবদল! সমস্যার ঝড় কেটে দুর্দান্ত সময় কাটাবে ৩ রাশির

Follow Us

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের গতিবিধি প্রতিটি রাশির উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে। মঙ্গলের রাশিচক্র, যাকে গ্রহের সেনাপতি বলা হয়, পরিবর্তন হতে চলেছে। গত পয়লা জুলাইয়ের  বেলা ১টা ৫২ মিনিটে সিংহ রাশিতে মঙ্গল গ্রহের প্রবেশ ঘটেছে। আগামী ১৮ অগস্ট পর্যন্ত সিংহ রাশিতেই মঙ্গল গ্রহ অবস্থান করবে। ১৮ অগস্ট, বিকেল ৪টে ১২ মিনিটে সিংহ রাসি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। মঙ্গলের রাশি বদলের ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বেশ জ্বল জ্বল করতে চলেছে। মঙ্গল গোচরের ফলে ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য রয়েছে অসাধারণ সময়, তা জেনে নিন এখানে…

মিথুন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাদের রাশির রাশি মিথুন তাদের অধিপতি বুধ বলে মনে করা হয়। কিন্তু মঙ্গলের রাশিচক্রের পরিবর্তনের কারণে, বুধ মিথুন রাশির ষষ্ঠতম ও একাদশতম ঘরের অধিপতি হয়ে উঠবে। এই সময়ে, মিথুন রাশির জাতক-জাতিকাদের শক্তি বৃদ্ধি পাবে।রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত হলে এই সময় প্রচুর লাভ করতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকারা নিজেদের  শত্রুদের নির্বিঘ্ন পরাজিত করতে পারবেন। সব বাধা দূর করতে সক্ষম হবেন আপনি।

ধনু রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের গমন ধর্মীয় যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা এই সময়ে অনেক সুবিধা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। আপনি যদি বাড়ি বা যানবাহন কিনতে চান তবে সময় অনুকূল। বাড়িতে ধর্মীয় ও শুভ অনুষ্ঠানের সুযোগ তৈরি হচ্ছে।

মীন রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহের গমন শুভ বলে বিবেচিত হয় যাদের রাশি মীন রাশি। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে চলেছে। কর্মজীবনে সাফল্যের জোয়ার আসতে পারে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, অর্থলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে।

Next Article