জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রকে একটি অত্যন্ত শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। সাধারণত সম্পদ, গৌরব ও আকর্ষণের প্রতীক। মঙ্গল ও চাঁদের সঙ্গে শুক্র গ্রহ মিলিত হলে এর ফল বহুগুণ বেড়ে যায়। চন্দ্র এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করেছে। এই রাশিতে মঙ্গল ও শুক্র আগে থেকেই রয়েছে, যার কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। তিনটি গ্রহ একসঙ্গে এক রাশিতে মিলিত হলে ত্রিগ্রহী যোগ তৈরি হয়। এর জেরে বেশ কিছু রাশির জাতকদের ভাগ্য সূর্যের মতো জ্বল জ্বল করতে থাকে। ঘুরতে শুরু করে ভাগ্যের চাকাও।
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা চন্দ্র একসঙ্গে মিলিত হওয়ায় এই ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পেতে পারেন। হঠাৎ কের প্রচুর আর্থিক সুবিধা পেতে পারেন। এ ক্ষেত্রে অগ্রগতির নতুন সুযোগ পাবেন। সরকারি অফিসের অফিসাররা নিজেদের কাজের প্রশংসা পাবেন। এই কীর্তি ভবিষ্যতে আপনাকে পদোন্নতে কাজে লাগতে পারে। এই সময় পদোন্নতি পেতে পারেন।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগের সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে বিভিন্ন কাজ এবং ব্যবসায় সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় ধরনের সুবিধা পেতে পারেন। স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনতে পারেন। এই সম্পত্তি ভবিষ্যতে লাভ পেতে পারেন। আইনি বিষয়েও সাফল্য আসতে পারে।
সিংহ রাশি: চন্দ্র, শুক্র ও মঙ্গল গ্রহের মিলন এই রাশিতেই ঘটছে। তাই ত্রিগ্রহী যোগের সুফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়ে, কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকারা। সন্তানদের দিক থেকেও বেশ কিছু সুখবর পেতে পারেন। যে যে জাতক-জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, তার সুবিধা পেতে পারেন।