Weekly Tarotscope: ভাগ্যের চাকা কি বদলাতে চলেছে? কী পূর্বাভাস দিচ্ছে ট্যারট কার্ড, রাশি মিলিয়ে দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 12, 2023 | 7:00 AM

Weekly Tarot Card Reading: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি, সোমবার থেকে রবিবার পর্যন্ত মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশির জন্যে কেমন যাবে এই সপ্তাহ, তা নিয়ে এখানে রইল ট্যারটস্কোপ।

Weekly Tarotscope: ভাগ্যের চাকা কি বদলাতে চলেছে? কী পূর্বাভাস দিচ্ছে ট্যারট কার্ড, রাশি মিলিয়ে দেখে নিন

Follow Us

এই সপ্তাহে কারও জীবনে আসবে নতুন প্রেম, আবার কারও হতে পারে আর্থিক ক্ষতি। সব মিলিয়ে এই সপ্তাহ আপনার কেমন কাটতে চলেছে, তার একটি পূর্বাভাস দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়। রাশি মিলিয়ে দেখে নিন সাপ্তাহিক ট্যারটস্কোপ।

মেষ রাশি- পড়াশোনা যাঁরা করছেন তাঁদের জন্য ভাল সময়। পড়াশোনায় মনযোগ বাড়বে। বিদেশে পড়াশোনা কর‍তে যাওয়ার সম্ভাবনা আছে। মানসিক চাপ বাড়তে পারে এই সপ্তাহে। একটু শরীর খারাপ, সর্দি-কাশি, জ্বর হওয়ার সম্ভাবনাও আছে। নিজের গোপন কথা কাউকে না বলাই ভাল।

বৃষ রাশি- অনেক দিনের কোনও ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। টাকাপয়সা, রোম্যান্স সবদিক থেকেই ব্যালেন্স থাকবে। নতুন কিছু শুরু করার জন্য বেশ ভালো সময় এই সপ্তাহটা।

মিথুন রাশি- টাকাপয়সা, ধনসম্পত্তি লাভের সুযোগ আছে মিথুন রাশির। পার্টনারের সঙ্গে ঘোরাফেরা, ঘনিষ্ঠ সময় কাটানোর জন্য দারুণ সময়। তবে খরচ বেশি হতে পারে। খরচের দিকে নজর দেওয়া জরুরি।

কর্কট রাশি- কাজকর্মে সাফল্য লাভ করবেন। প্রোমোশন, নতুন চাকরি অথবা ব্যবসার নতুন কিছুর সুযোগ আছে। কাজের জন্য বাহবা পাবেন। প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে। আনন্দের মধ্যেই কাটতে চলেছে এই সপ্তাহটা।

সিংহ রাশি- টাকাপয়সার দিক থেকে দারুণ সপ্তাহ, কোনও জায়গায় টাকা বিনিয়োগ করতে পারেন। জমি, গাড়ি অথবা কোনও গ্যাজের ক্রয়ের সম্ভাবনা আছে। আপনার কথা মেনে চলবে মানুষজন। যৌন চাহিদা বাড়তে পারে। গর্ভধারণের সম্ভাবনা আছে।

কন্যা রাশি- সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। চটজলদি সিদ্ধান্ত না নেওয়াই ভালও। কোনও কিছু নিয়ে খুব মনমরা হয়ে থাকার সম্ভাবনা আছে। অতিরিক্ত চিন্তা বাড়তে পারে। মানসিকভাবে দুর্বল থাকবেন। টাকাপয়সা কোথাও বিনিয়োগ না করাই উচিৎ। খুব একা মনে হতে পারে।

তুলা রাশি- কাজের চাপ থাকবে। কোনও ভাল খবর পেতে পারেন। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সেখান থেকে অশান্তি হতে পারে।

বৃশ্চিক রাশি- মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটতে পারে সপ্তাহটা। দ্বিধা-দ্বন্দে থাকতে পারেন। টাকাপয়সার লোকসান হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য জীবনে সমস্যা আসতে পারে। অন্যের কথায় গুরুত্ব না দিয়ে নিজের বুদ্ধিতে চলা উচিৎ।

ধনু রাশি- ভ্রমণের জন্য ভাল সময়। গর্ভধারণের সম্ভাবনা আছে। বেশি টাকা বিনিয়োগ না করাই ভালও। ইমোশনাল হয়ে যেতে পারেন মাঝেমধ্যেই। প্রেম-ভালোবাসার জন্য ভালও সময়।

মকর রাশি- আনন্দ-উল্লাসের মধ্যে কাটবে, কোনও অনুষ্ঠান বাড়িতে যেতে পারেন। ঘোরাঘুরি হবে। তবে খাওয়া-দাওয়া আর শরীরের উপর বিশেষ যত্ন নেওয়া জরুরি।

কুম্ভ রাশি- অনেকটা ব্যালেন্স থাকবে। কাজকর্ম, প্রেম, টাকাপয়সা, আনন্দ-ফুর্তি সবকিছুর জন্য সুন্দর সময়। সব মিলিয়ে একটি ভালও সপ্তাহ কাটতে চলেছ।

মীন রাশি- টাকাপয়সার সমস্যা না থাকা সত্বেও তা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারেন। কিন্তু খরচ বাড়বে। প্রেম-ভালোবাসার জন্য দারুণ সুন্দর সময়। মায়ের সঙ্গে অনেকটা সুন্দর সময় কাটানোর সুন্দর সময় এই সপ্তাহ। নতুন কাজকর্ম নিয়ে কিছু চিন্তাভাবনা করা যেতে পারে।

Next Article