প্রায় ১২টি রাশির জাতক-জাতিকাদের কাজকর্মের জন্য সেরা সপ্তাহ। কাজের ক্ষেত্রে নতুন সুযোগও রয়েছে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের। আর্থিক ক্ষেত্রেও উন্নতি রয়েছে প্রায় সব রাশির। এই সপ্তাহে কারও জীবনে নতুন প্রেম আসতে পারে। আবার কারও প্রেম জীবনে আসতে পারে সমস্যা। মানসিক চিন্তা থাকতে পারে অনেকেরই। সব মিলিয়ে এই সপ্তাহে আপনার কেমন কাটতে চলেছে, তার একটি পূর্বাভাস দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়। রাশি মিলিয়ে দেখে নিন সাপ্তাহিক ট্যারটস্কোপ।
মেষ রাশি- এই সপ্তাহে মেষ রাশির শারীরিকভাবে কোনও সমস্যা না থাকলেও মানসিকভাবে একটু সমস্যা থাকবে। কোনও কিছু নিয়ে প্রচণ্ড রকমের চিন্তা থাকবে। টাকাপয়সা, ধার-দেনা যাঁদের চলছে তাঁরা নানাভাবে আরও সমস্যায় পড়তে পারেন। পাওনাদারের টাকা মিটিয়ে দেওয়া উচিত। প্রেমের ক্ষেত্রে মেষ রাশির পুরনো প্রেম জীবনে ফিরতে পারে। পুরনো প্রেম নতুনভাবে আবারও জীবনকে অনেক প্রভাব ফেলতে পারে। নতুন প্রেম জীবনে আসার সম্ভাবনাও রয়েছে এই সপ্তাহে। বৈবাহিক জীবনে একটু ভুল বোঝাবুঝির আশঙ্কা দেখা যাচ্ছে। কর্মজীবনে বেশ ভাল। নতুন সুযোগ, পদোন্নতি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। টাকাপয়সা বুঝেশুনে খরচ করাই শ্রেয়।
বৃষ রাশি- বৃষ রাশির এই সপ্তাহটা একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। মাথা ঠান্ডা করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার ক্ষেত্রে বা কোনও জরুরি কাজে তাড়াহুড়ো না করাই ভাল। তাড়াহুড়োয় অনেক রকম ভুল হতে পারে। শরীর মোটামুটি ভাল থাকবে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহটা খুব একটা ভাল নয়। ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও তাই। কাজকর্মের জন্য সময়টা ভাল। পাওনা টাকাপয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
মিথুন রাশি- শরীর মোটামুটি ভাল থাকলেও, মানসিকভাবে মিথুন রাশি একটু সমস্যার মধ্যে থাকবে। পরিবারের সঙ্গে কোনও মতের অমিল হওয়ার হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে একটু মন কষাকষি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে সময়টা যথেষ্ট অনুকূল। চলতি প্রেমে উন্নতি। প্রেমে বাধা কেটে যাওয়া এবং বৈবাহিক সম্পর্কে আরও অনেক ভালবাসা বৃদ্ধি পাবে। কাজকর্মের জন্য সময়টা অতটা ভাল নয়। নতুন কোনও কিছু শুরু না করাই ভাল। টাকাপয়সা বুঝেশুনে খরচ করতে হবে। বড় টাকা ইনভেস্ট করবেন না।
কর্কট রাশি- কর্কট রাশির এই সপ্তাহে শরীর-স্বাস্থ্য যথেষ্ট ভাল থাকছে। মানসিক দিক থেকে কর্কটরাশি একটু স্বস্তি অনুভব করবেন। কাজকর্মের দিক থেকে কর্ক টরাশির যথেষ্ট ভাল সুযোগ আসছে। নতুন কিছু করার সম্ভাবনা আছে। পড়াশোনা যাঁরা করছেন তাঁদের জন্য সময়টা যথেষ্ট ভাল। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কোনও রকম কোনও সমস্যা চললে, সেই সমস্যা ধীরে-ধীরে এই সপ্তাহের মিটবে। নতুন প্রেম আসবে জীবনে। বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভাল থাকবে। টাকাপয়সা হাতে আসবে তবে খরচ হয়ে যাবে। তাই বুঝে শুনে খরচ করতে হবে।
সিংহ রাশি- এই সপ্তাহে সিংহ রাশির শারীরিকভাবে একটু গা ম্যাজম্যাজ ভাব দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন। নতুন কাজ শুরু করার জন্য এই সপ্তাহটা ভীষণ ভাল। মিডিয়া ফিল্ডে যাঁরা রয়েছেন তাঁদের জন্যে অতি উত্তম এই সময়টা। যাঁরা সরকারি চাকরি করছেন তাঁদের কাজের চাপ আরও বাড়বে। নতুন প্রেমের জন্য সময়টা দারুণ। চলতি প্রেমে অনেক উন্নতি রয়েছে। রোম্যান্স থাকছে, ভালবাসা থাকছে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন। বৈবাহিক জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। টাকাপয়সা নিয়ে কোনও চিন্তাভাবনাই এই সপ্তাহে সিংহ রাশির থাকছে না।
কন্যা রাশি- এই সপ্তাহে কন্যারাশি অনেকটা স্বস্তি বোধ করবেন সবদিক থেকে। এতদিন শরীর খারাপ থাকলে এই সপ্তাহে অনেকটা রেহাই পাবেন। মানসিক জ্বালা-যন্ত্রণা কিন্তু মিটছে। টাকা পয়সার দিক থেকে অনেকটা সুযোগ-সুবিধে নতুন আসবে। কাজ যথেষ্ট ভালো হবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তবে ধার-দেনা মিটিয়ে দেওয়া কিন্তু দরকার। প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো। তবে পুরনো প্রেম কিন্তু জীবনে নানান সমস্যা তৈরি করতে পারে। বৈবাহিক সম্পর্ক ভালো যাবে।
তুলা রাশি- তুলা রাশির এই সপ্তাহে শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকছে। মন-মেজাজ যথেষ্ট ভালই থাকবে। প্রেমের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নিলে বুঝেশুনে নিতে হবে। চলতি প্রেমে একটু সমস্যা দেখা দিচ্ছে। বৈবাহিক সম্পর্ক মোটের উপর থাকবে। নতুন কাজের সুযোগ আসবে কিন্তু দেরি হতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা ভাল। টাকাপয়সা ফেরত পাবেন। তবে প্রচুর অর্থ ব্যয় হবে এই সপ্তাহে। মানিব্যাগ হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি- এই সপ্তাহে বৃশ্চিক রাশির শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে। মানসিক স্বাস্থ্য মোটামুটি থাকবে। খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। চলতি প্রেমের সমস্যা মিটে যাবে। বৈবাহিক জীবনে ভালবাসা এবং রোম্যান্স আরও বাড়বে। কোথাও দূরে ভ্রমণে যেতে পারেন। কাজকর্মের জন্য সময়টা ভাল। টাকাপয়সা হারিয়ে যেতে পারে। কোনও গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। টাকাপয়সা বুঝেশুনে খরচ করতে হবে।
ধনু রাশি- ধনু রাশির এই সপ্তাহে শরীরটা একটু গণ্ডগোল করতে পারে। এই কারণে মানসিকভাবে ধনু রাশির একটু সমস্যা থাকবে। পুরনো প্রেম মনে আবারও আঘাত দিতে পারে। চলতি প্রেমে একটু সমস্যা থাকছে। ভুল বোঝাবুঝি থেকে সাবধান। যোগাযোগ ঠিক রাখতে হবে। বৈবাহিক জীবন মোটামুটি থাকবে। তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস না করাই ভাল। কাজের জন্য সময়টা যথেষ্ট ভাল থাকছে। নতুন কাজের সুযোগ থাকছে। টাকাপয়সার জন্য সময়টা যথেষ্ট অনুকূল। কোনও বড় কিছু ক্রয় করতে পারেন এই সপ্তাহে।
মকর রাশি- মকর রাশির শরীর এই সপ্তাহে একটু খারাপ থাকছে। কিন্তু মন ভালই থাকবে। মকর রাশির এই সপ্তাহে ঘোরাঘুরি থাকছে। প্রেমের সম্পর্কে রোম্যান্স থাকছে, একে-অপরের প্রতি আরও বেশি করে ভালবাসা অনুভব করবেন। বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভাল থাকছে। নতুন কাজের সুযোগ আসবে। কিন্তু পুরনো কাজে একটু সমস্যা থাকতে পারে। টাকাপয়সা নিয়ে একটু চিন্তা-ভাবনা থাকতে পারে।
কুম্ভ রাশি- শরীর-স্বাস্থ্যে কোনও রকম সমস্যা থাকবে না। মন-মেজাজ যথেষ্ট ভাল থাকছে। প্রেমের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভাল। নতুন প্রেম জীবনে আসবে, চলতি প্রেমের রোম্যান্স থাকছে। বিয়ের কথা হতে পারে। বৈবাহিক জীবনে কোনও সমস্যা নেই। কাজকর্ম ভালই চলবে। তবে কাজের একটু চাপ থাকবে। টাকাপয়সা নিয়ে কোনও সমস্যা থাকছে না।
মীন রাশি- মীন রাশি এই সপ্তাহে একটু শারীরিকভাবে দুর্বল অনুভব করতে পারেন। মন-মেজাজ ঠিকঠাক থাকবে। তবে মাঝেমধ্যে একটু একা অনুভব করবেন। প্রেমের জন্য সময়টা ভাল। নতুন প্রেমের প্রস্তাব পেলে একটু ভেবেচিন্তে তবেই এগোনো উচিত হবে। কোনও কিছুতে তাড়াহুড়ো করা ঠিক হবে না। বৈবাহিক ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি দ্বারা নানা সমস্যার আবির্ভাব ঘটতে পারে। কাজকর্ম জন্য সময়টা ভাল। টাকাপয়সা নিয়েও কোনও রকমের সমস্যা থাকছে না।