নতুন বছরের প্রথম মাস শেষ এবং ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই সপ্তাহতে। কারও জন্য এই সপ্তাহে আসবে নতুন প্রেম, আবার কারও জীবনে রয়েছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। সব মিলিয়ে এই সপ্তাহ আপনার কেমন কাটতে চলেছে, তার একটি পূর্বাভাস দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়। রাশি মিলিয়ে দেখে নিন সাপ্তাহিক ট্যারটস্কোপ।
মেষ রাশি
ধনসম্পত্তি, প্রেম-বিবাহ সবকিছুই খুব ব্যালেন্সে থাকবে। নতুন গাড়ি ক্রয়ের যোগ আছে। পার্টনারের সঙ্গে সুন্দর সময় কাটাতে চলেছেন। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন সিঙ্গেলরা। আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন।
বৃষ রাশি
শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়া জরুরি। কাজের চাপ থাকবে। মনে কোনও কিছু নিয়ে খুব ভয় কাজ করতে পারে। নতুন সুযোগ এলে ভেবেচিন্তে এগোনোই দরকার। বড় অঙ্কের টাকা কোথাও ইনভেস্ট না করাই ভাল।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হতে পারে। পদোন্নতি বা পারিশ্রমিক বাড়তে পারে। নতুন কিছু শুরু করার জন্য দারুণ সময়। রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারেন।
কর্কট রাশি
ভাগ্যের চাকা বদলানোর সময়। কোনও বড় সিদ্ধান্ত সঠিকভাবে ভেবেচিন্তে নেবেন। ভ্রমণের সম্ভাবনা আছে। নতুন সুযোগ এলে তা অগ্রাহ্য না করে ভেবে দেখুন একবার। কর্ম থেকে প্রেম দুই ক্ষেত্রেই নতুনভাবে আশার আলো দেখা যাচ্ছে।
সিংহ রাশি
প্রেমের জন্য দারুণ সময়। প্রেম প্রস্তাব পাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা সবকিছুর জন্যই সময়টা বেশ ভাল। আপনি চাইলে নিজের মনের কথা কাউকে প্রকাশ করতেই পারেন। আর্থিক অবস্থা ভাল থাকলেও বুঝেশুনে খরচ করুন।
কন্যা রাশি
অনুষ্ঠানের আনন্দে মেতে থাকবেন অনেকেই। অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া শারীরিক জটিলতা বাড়িয়ে তুলতে পারে। প্রেম-ভালোবাসা, বিয়ের জন্য সুন্দর সময়। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যজীবনে কলহ বা সংসারে অশান্তি নেমে আসতে পারে।
তুলা রাশি
এই সময়ে তুলা রাশির জাতক-জাতিকাদের অসহায় ব্যক্তি অথবা প্রাণীর সাহায্য করা উচিত। দানধ্যান করা ভালো হবে। তবে কাউকে টাকা ধার দিলে একটু বুঝেশুনে ধার দেবেন। অনেকদিন ধরে চলতে থাকা কোনও সমস্যা বা ঝামেলা-অশান্তি মিটে যাবে এই সপ্তাহে।
বৃশ্চিক রাশি
পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। কোথাও ঘুরতেও যেতে পারেন। মায়ের সঙ্গে বেশি করে সময় কাটানো উচিত, কোনও কাজে মা অথবা মাতৃস্থানীয়া কারও পরামর্শ নিলে ভাল ফল পাবেন। বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকার সঙ্গে আনন্দে মেতে থাকার জন্য সময়টা ভাল।
ধনু রাশি
টাকাপয়সা নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন এই সপ্তাহে। মানুষজন আপনার সম্পর্কে নিন্দা করতে পারে। মানসিক চাপ থাকবে কিছুটা। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার হলে এই সপ্তাহটা এড়িয়ে ভালো হবে।
মকর রাশি
উচ্চ শিক্ষার জন্য ভাল সময়। প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটবেন। বিয়ে হবার সম্ভাবনা আছে। তবে নিজের গোপন কথা কারও সঙ্গে শেয়ার করা থেকে সাবধান। ঘোরাফেরা, অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয় হতে পারে অনেকটা।
কুম্ভ রাশি
এই সপ্তাহে আপনি আপনার কাজকর্মর জন্য অনেক প্রশংসা পাবেন, নামযশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার কাজের জন্য মানুষের কাছে অনেক পরিচিতি পাবেন। আর্থিক দিক থেকে ভাগ্য ভাল আছে। প্রেম-ভালোবাসায় ভরা সপ্তাহ কাটবে আপনার।
মীন রাশি
আপনার কাছের মানুষেরাই আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে। কাউকে বিশ্বাস করে কিছু করা উচিত হবে না এই সপ্তাহে। আইনি মামলায় জড়িয়ে যাওয়া, মা-বাবা অথবা কাজের জায়গায় ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে।
Disclaimer: এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে কোনও বিশ্বাস বা তথ্য টিভিনাইন বাংলা নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।