ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। কারও জন্য এই সপ্তাহে আসবে নতুন প্রেম, আবার কারও জীবনে রয়েছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। সব মিলিয়ে এই সপ্তাহ আপনার কেমন কাটতে চলেছে, তার একটি পূর্বাভাস দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়। রাশি মিলিয়ে দেখে নিন সাপ্তাহিক ট্যারটস্কোপ।
মেষ রাশি – প্রেম ভালোবাসায় মোরা একটি সপ্তাহ। পার্টনারের সঙ্গে সুন্দর সময় কাটবে। প্রেম প্রস্তাব দিতে বা পেতে পারেন।
শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। টাকাপয়সায় একটু সমস্যা থাকতে পারে।
বৃষ রাশি – কেরিয়ারে কোনও বড় সুযোগ আসার সম্ভাবনা আছে। তাড়াহুড়োয় কোনও কাজ বিগড়ে যেতে পারে। রাতে ঘুমের অসুবিধা হতে পারে। কোনও কিছু নিয়ে ভীষণ চিন্তা বাড়তে পারে।
মিথুন রাশি – চটজলদি কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক সময় নয়। সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে। টাকাপয়সা ভুল জায়গায় খরচ হতে পারে। সম্পর্কে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ঝগড়াবিবাদ থেকে দূরে থাকাই ভাল।
কর্কট রাশি – দুশ্চিন্তা বাড়বে। জীবনে নতুন সুযোগ আসবে, কোনও কিছু শুরু করার জন্য খুব ভালো সময়। টাকাপয়সা, প্রেম সবদিক ব্যালেন্স থাকবে। কিন্তু শরীর একটু ভোগাতে পারে। আবেগের বশে গা ভাসিয়ে না দেওয়াই ভালো।
সিংহ রাশি – উচ্চ শিক্ষা অথবা কোনওকিছু শেখার জন্য খুব ভালো সময়। নিজেকে একা মনে হতে পারে মাঝেমধ্যে। মনমরা হয়ে থাকার সম্ভাবনা আছে কখনও কখনও। নিজের মনের কথা বাইরের মানুষকে বলার দরকার নেই তেমন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অত্যধিক খরচ হবে। শরীরে একটু সমস্যা হতে পারে।
কন্যা রাশি – তৃতীয় ব্যক্তির জন্য কারও সঙ্গে ভুলবোঝাবুঝি হতে পারে। টাকাপয়সা ধার দেওয়া অথবা ইনভেস্ট করা থেকে সাবধান। মানুষজনের কথায় বিশ্বাস করার আগে যাচাই করে দেখা জরুরি। নতুন প্রেম আসতে পারে জীবনে।
তুলা রাশি- খুব আবেগ কাজ করবে এই সপ্তাহে। গর্ভবতী হতে পারেন কেউ কেউ। পরিবারে কোনও সদস্য বাড়তে পারে। অপরিচিত মানুষজনের থেকে সাবধান। আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে আপনারই কাছের কেউ।
বৃশ্চিক রাশি – পরিবারের সঙ্গে ঘোরাফেরা, সুন্দর সময় কাটানো যেতে পারে। ব্যবসা যাঁরা করেন তাঁদের অনেক লাভ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রেম ভালবাসার জন্য দারুণ সময়। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন।
ধনু রাশি – সন্তানলাভের যোগ আছে। সমাজ সেবার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য ভাল সময়। প্রিয়জনের কথা মনে করে মনটা ভারাক্রান্ত থাকতে পারে। বাড়িতে মা-বাবার সাথে বচসা হতে পারে। আইনি ভাবে কোনও সমস্যায় জড়িয়ে যাওয়া থেকে সাবধান।
মকর রাশি – মন চঞ্চল থাকবে। কাজের জন্য সপ্তাহটা বেশ ভাল। কাজের অনেক চাপ থাকবে। নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রেম সম্পর্কে ভুলবোঝাবুঝি কথা-কাটাকাটি হতে পারে।
কুম্ভ রাশি – শরীরের কোনও অংশে ব্যথা বেদনা বাড়বে। কোলেস্টেরলের সমস্যা বাড়তে পারে। শরীরের দিকে অবশ্যই সচেতন থাকা জরুরি। যানবাহন থেকে সাবধান। টাকাপয়সা খরচ হতে পারে খাওয়াদাওয়া, ঘোরাঘুরি, কেনাকাটায়। ঘর সাজানো, শৌখিনতার উপর ঝোঁক বাড়বে।
মীন রাশি – জীবনে অনেকরকমের সমস্যা এলেও তার সমাধান আপনারা পাবেন। যা আপনার জন্য নয় তা আপনার জীবন থেকে চলে যেতে পারে। চোট আঘাত পেতে পারেন। কাজের চাপ থাকবে।
Disclaimer: এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে কোনও বিশ্বাস বা তথ্য টিভিনাইন বাংলা নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।